Advertisement
Advertisement
Paytm

মারাত্মক অভিযোগ! এবার সাড়ে ৫ কোটি টাকা জরিমানা পেটিএম ব্যাঙ্ককে

আরও বিপাকে পেটিএম।

Paytm Bank Fined Rs 5.49 Crore For Violations Under Money Laundering Act

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 1, 2024 8:36 pm
  • Updated:March 1, 2024 8:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে পেটিএম। এবার আর্থিক তছরুপের অভিযোগে ৫ কোটি ৪৯ লক্ষ টাকা জরিমানা করা হল পেটিএম ব্যাঙ্ককে।

ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট-ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, তদন্তকারী সংস্থার থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে অনলাইন আর্থিক তছরুপের অভিযোগ পায় তারা। এই মাধ্যমে এমন বহু আর্থিক লেনদেন হয়েছে, যা আইন বিরুদ্ধ। সেই অর্থ দিয়ে বহু বেআইনি কর্মকাণ্ড হয়েছে। অনলাইন জুয়ার মতো একাধিক অবৈধ কাজ থেকে প্রাপ্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ইউনিটগুলিতে পাঠানো হয়েছিল। অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে আর্থিক তছরুপ দমন আইন লঙ্ঘন করার বেশ কিছু প্রমাণ মিলেছে। সেই কারণেই এই সংস্থাকে প্রায় সাড়ে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে সপ্তাহান্তে, যাত্রীদের সুখবর শোনাল রেল]

যদিও পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মুখপাত্র জানান, যে ইস্যুর কথা তুলে ধরা হচ্ছে, তা দুবছর আগের। এর পর লেনদেনের সমস্ত প্রক্রিয়া পালটে গিয়েছে। উল্লেখ্য, পেটিএম এবং এর পেমেন্ট ব্যাঙ্ক ইউনিট সম্প্রতি পারস্পরিক সমঝোতায় নিজেদের যুক্ত থাকার চুক্তি বাতিল করেছে। শুক্রবার সরকারি ভাবে এই ঘোষণাও করে দেওয়া হয়। ফলে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর পেটিএমের মধ্যে কোনও সম্পর্ক রইল না।

Advertisement

প্রসঙ্গত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বন্ধ হতে চলেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payments Bank)। আগামী ১৫ মার্চের পর থেকে টপ-আপ, ওয়ালেট, ন্যাশনাল কমন মোবিলিলি কার্ড-সহ কোনও পরিষেবাই পাবেন না গ্রাহকরা। সেই সঙ্গে যাঁরা পেটিএমে ফাসট্যাগ ব্যবহার করেন, তাঁদের ফাসট্যাগও কিন্তু আর কাজ করবে না।

[আরও পড়ুন: ‘লুটের টাকা ফেরাতে হবে, মোদি ছাড়বে না,’ নিয়োগ থেকে রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ