৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

চোর কে? জানতে কর্মীদের ‘অগ্নিপরীক্ষা’ নিলেন বিজেপি নেতা!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 9, 2017 8:07 am|    Updated: September 25, 2019 4:29 pm

Petrol Pump staff made to undergo 'Agni Pariksha' by Gujarat BJP leader

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রেতা যুগে নিজেকে সতী প্রমাণ করার জন্য ‘অগ্নিপরীক্ষা’ দিতে হয়েছিল সীতাকে। এবার কলিযুগেও কলঙ্ক মেটাতে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করা হল এক পেট্রল পাম্পের কর্মীদের। গুজরাটের এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[‘একা বার্মিজ সেনা নয়, রাখাইনে হিন্দুদের হত্যা করছে রোহিঙ্গা জঙ্গিরাও’]

জানা গিয়েছে, শনিবার গুজরাটের সানন্দ শহরের কাছে জামবুথল গ্রামের এক পেট্রল পাম্প থেকে লোপাট হয় ৬ লক্ষ টাকা। করমিশ প্যাটেল নামের এক বিজেপি নেতা ওই পাম্পটির মালিক। চুরির ঘটনার পর পেট্রল পাম্পের তিন কর্মীর দিকে আঙুল তোলেন প্যাটেল। ঘটনার রাতে ওই তিনজন ডিউটিতে ছিলেন। রবিবারক ওই তিন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেন ওই বিজেপি নেতার ছেলে। তবে নিজেদের নির্দোষ বলে দাবি করেন অভিযুক্তরা।

পুলিশে অভিযোগ দায়ের করলেও শেষমেষ নিজের হাতেই আইন তুলে নেন প্যাটেল। অভিযোগ, মঙ্গলবার ওই বিজেপি নেতার নির্দেশেই তিন অভিযুক্ত-সহ পেট্রল পাম্পের ছয় জন কর্মীর ‘অগ্নিপরীক্ষা’ নেওয়া হয়। ফুটন্ত জলে নিজেদের হাত ডুবিয়ে সততার প্রমাণ দিতে বাধ্য করা হয় তাঁদের। ফলে সকলেরই হাত ঝলসে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এই অমানবিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই শুরু হয় তুমুল বিতর্ক।

এবিষয়ে প্রশ্ন করা হলে সব অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দেন করমিশ প্যাটেল। তাঁর দাবি, সেদিন পাম্পের সিন্দুকে ১২ লক্ষ টাকা রাখা ছিল। তার মধ্যে থেকে চুরি গিয়েছে ৬ লক্ষ। ঘটনার সময় সিসি টিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই ওই কর্মীদেরই সন্দেহ করা হয়। ওই বিজেপি নেতা আরও দাবি করেন, কে বা করা কর্মীদের অগ্নিপরীক্ষা নিয়েছে তা তিনি জানেন না। তবে অভিযুক্তরা নিজে থেকেই ওই পরীক্ষায় রাজি হয়। তাঁদের কেউ বাধ্য করেনি। এছাড়াও সমাজে এই রীতি পালন করা হয়।

[কর ফাঁকির অভিযোগে জনপ্রিয় টিভি চ্যানেলের দপ্তরে আয়কর হানা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে