Advertisement
Advertisement

দেশের শীর্ষপদে বঙ্গসন্তান, ভারতের প্রথম লোকপাল পিনাকীচন্দ্র ঘোষ

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে নিয়ে জল্পনা৷

Pinaki Chandra Ghose set to be India’s Lokpal
Published by: Sayani Sen
  • Posted:March 18, 2019 11:09 am
  • Updated:March 18, 2019 11:09 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার দেশের শীর্ষপদে বঙ্গসন্তান। তা-ও আবার ‘প্রথম’ এবং ‘প্রথম’। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষকে ভারতের প্রথম লোকপাল পদে নিয়োগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। লোকপাল নিয়োগ সংক্রান্ত বৈঠকে দেশের প্রথম লোকপাল হিসাবে পিনাকীচন্দ্র ঘোষের নাম প্রস্তাব করা হয়। আগামী সপ্তাহে তিনি এই নতুন দায়িত্ব নিতে চলেছেন বলে জানা গিয়েছে। ২০১৭ সালে বিচারপতি ঘোষ অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য। উল্লেখ্য, তিনিই তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী শশিকলাকে দোষী সাব্যস্ত করেছিলেন। বিচারপতি ঘোষকে লোকপাল নিয়োগে সিদ্ধান্তের প্রশংসা করেছেন লোকপাল আন্দোলনের পুরোধা ও প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে। তিনি বলেছেন, দেশের প্রথম লোকপাল নিয়োগের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। এর জন্য ৪৮ বছর ধরে জনগণ আন্দোলন করেছে। অবশেষে জয় হল।” দুর্নীতি দমনে লোকপাল ও লোকায়ুক্তের দাবিতে দীর্ঘকাল আন্দোলন করেছেন আন্না হাজারে। একাধিকবার তিনি রাজধানী দিল্লিতে অবস্থান ও অনশন করেছেন।

[আইআইটি থেকে রাজনীতির আঙিনায়, শ্রদ্ধাজ্ঞাপন দেশপ্রেমী পারিকরকে]

সূত্রের খবর, শুক্রবারই লোকপালের নির্বাচন কমিটির বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি ওই বৈঠকে হাজির ছিলেন। সেখানেই প্রথম লোকপাল হিসাবে অবসর বিচারপতি পিনাকী ঘোষের নাম প্রস্তাব করা হয়। শুধু তাই নয়, লোকপাল অনুসন্ধান কমিটির বাছাই করা তালিকায় আর যাঁদের নাম ছিল, তাঁদের মধ্যে লোকপাল হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন বিচারপতি ঘোষ। এখন শুধু আনুষ্ঠানিকভাবে লোকপালের চেয়ারম্যানের নাম ঘোষণার অপেক্ষা। হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন আমলাদের নিয়ে লোকপালের বাকিটা গঠিত হবে বলে জানা গিয়েছে। ২০১৪-র গোড়াতে লোকপাল ও লোকায়ুক্ত আইন কার্যকর হয়। কিন্তু সেই সময় থেকেই চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ করা হয়নি। সুপ্রিম কোর্টে এ ব্যাপারে একটি জনস্বার্থ মামলাও হয়। গত ৭ মার্চ সেই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে। কবে লোকপালের নাম চূড়ান্ত করা হবে তা ১৫ দিনের মধ্যে আদালতকে জানাতে হবে বলে কেন্দ্রের মোদি সরকারকে নির্দেশ দেয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল আদালতকে তখন জানিয়েছিলেন, লোকপালের চেয়ারম্যান পদের জন্য নির্বাচন কমিটির কাছে তিন জনের নাম সুপারিশ করেছে সার্চ কমিটি।

Advertisement

[আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিকরের শেষকৃত্য, থাকবেন মোদি]

কে এই পি সি ঘোষ? কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি শম্ভুচন্দ্র ঘোষের ছেলে পিনাকীচন্দ্র ঘোষ। উত্তর কলকাতার জোড়াসাঁকোয় প্রখ্যাত দেওয়ান বারাণসী ঘোষ পরিবারের পঞ্চম প্রজন্ম পিনাকীচন্দ্র ঘোষ। কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসাবে কাজ করেছেন। পরে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। সুপ্রিম কোর্টেও বিচারপতি ছিলেন। ৬৬ বছর বয়সী পিনাকীবাবু ২০১৭-য় বিচারপতির পদ থেকে অবসর নেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য। ২০১৩ সালে পাস হওয়া লোকপাল আইন অনুযায়ী কেন্দ্রে একজন লোকপাল তৈরি হবে। তাছাড়া রাজ্য লোকায়ুক্ত তৈরির কথা। দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেলকে বিশিষ্ট জুরি হিসাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই খবর প্রকাশ্যে আসতেই টুইট করেছেন পুদুচেরির রাজ্যপাল কিরণ বেদী। তিনি লিখেছেন, “প্রথমবারের জন্য দেশ একজন লোকপাল পাচ্ছে শুনে খুব আনন্দ হচ্ছে। এর ফলে দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে লড়াই করা যাবে। আন্না হাজারেকে ধন্যবাদ।”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ