সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায় কলমে দেশের প্রধান নন। বরং দেশের প্রধান সেবক হতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮৩তম ‘মন কি বাতে’ (Mann Ki Baat) ফের একবার সে কথা তুলে ধরলেন তিনি। উঠে এল উত্তরপ্রদেশের কথা। স্বাধীনতার যুদ্ধে এবং তার পরবর্তী সময়ও উত্তরপ্রদেশে কীভাবে দেশকে সমৃদ্ধ করেছে তার ব্যাখ্যা দিলেন তিনি। উঠে এল স্টার্ট আপের প্রসঙ্গও। প্রধানমন্ত্রীর কথায়, গত কয়েক মাসে বিশ্বের দরবারে ভারতকে এক নয়া পরিচিত দিয়েছে এই স্টার্ট আপ। এনেছে বিশাল অঙ্কের লাভ ও বিনিয়োগ। এদিন তিনি আরও একবার মনে করিয়ে দিলেন, তিনিই দেশের ‘প্রধান সেবক’।
কী কী বললেন প্রধানমন্ত্রী?
Today, there are over 70 startups in India that have crossed the valuation of more than 1 billion. Many Indians are providing solutions to global problems through their startups: PM Narendra Modi during ‘Mann Ki Baat’
— ANI (@ANI) November 28, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.