Advertisement
Advertisement
Modi

মৌলবাদীদের কড়া জবাব, সন্ত্রাসবাদ ইস্যুতে ফ্রান্সের পাশে থাকার বার্তা মোদির

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোন আলাপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

PM Modi calls French President Emmanuel Macron | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 8, 2020 8:18 am
  • Updated:December 8, 2020 8:18 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে মৌলবাদীদের কড়া জবাব দিয়ে ফ্রান্সের পাশে থাকার বার্তা দিল ভারত। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে ফোন আলাপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। করোনা পরিস্থিতি ও সন্ত্রাসবাদ-সহ একাধিক বিষয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান।

[আরও পড়ুন: কূটনীতিকদের উপর মাইক্রোওয়েভ শক্তির হামলা চিনের, দাবি মার্কিন সংস্থার]

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বিগত কয়েকদিনে ফ্রান্সে হওয়া সন্ত্রাসবাদী হামলায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে তিনি সাফ জানিয়েছেন, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবসময় ফ্রান্সের পাশে দাঁড়াবে ভারত। এছাড়া, করোনা মোকাবিলা ও জলসীমা রক্ষায় কৌশলগত সহযোগিতা ও বাণিজ্য নিয়েও দীর্ঘ আলোচনা হয় দুই প্রধানের মধ্যে। মহামারী পরবর্তী সময়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ভারত সফরে স্বাগত জানানোর ইচ্ছাও প্রকাশ করেন মোদি। বিশ্লেষকদের মতে, আচমকা ফরাসি প্রেসিডেন্টকে মোদির ফোন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ম্যাক্রোঁকে দেওয়া বার্তার মাধ্যমেই মোদি সাফ করে দিলেন যে, ঘরে বা বাইরে কোথাও সন্ত্রাসবাদ নিয়ে নরম মনোভাব দেখাবেন না তিনি। বলে রাখা ভাল, ফ্রান্সে মহম্মদের ব্যঙ্গচিত্র নিয়ে বিতর্কের ইস্যুতে এক শিক্ষক খুন হলেও প্যারিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আরজি জানিয়েছিল ভারতের মুসলিম সংগঠনগুলি। এদিন, তাদেরই কার্যত কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এছাড়াও, প্রতিরক্ষা ক্ষেত্রে নয়াদিল্লির সঙ্গে মজবুত সম্পর্ক রয়েছে প্যারিসের। রাফালে যুদ্ধবিমান থেকে শুরু করে স্করপেনি সাবমরিন ভারতকে দিয়েছে ফ্রান্স। তাই চিন ও পাকিস্তানকে নজরে রেখেও নমোর এই পদক্ষেপ বলেও মনে করছেন অনেকে।

উল্লেখ্য, গত অক্টোবরের ১৬ তারিখ প্যারিসের (Paris) বুকে এক শিক্ষককে মাথা কেটে খুন করে এক চেচেন মুসলিম জঙ্গি। তাঁর ‘অপরাধ’, পড়ুয়াদের বাক স্বাধীনতার পাঠ দিতে হজরত মহম্মদের একটি ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন তিনি। ওই ঘটনাকে ‘ইসলামিক মৌলবাদের’ স্বরূপ বলে তোপ দেগেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট ওই শিক্ষককে ‘নায়ক’ বলে মন্তব্য করেন। হামলার ওই ঘটনার প্রেক্ষিতে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ ও ‘ইসলামিক সন্ত্রাসবাদী হামলা’র মতো শব্দ ব্যবহার করেছেন তিনি। তারপর থেকেই আসরে নেমে পরে মুসলিম দেশগুলি। গতকাল নিস শহরে ঐতিহ্যবাহী নোতরদাম গির্জায় ‘আল্লাহু আকবর’ বলে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে একইভাবে অন্য একটি শহরে হামলার চেষ্টা করে এক ইসলামিক সন্ত্রাসবাদী। সব মিলিয়ে, মৌলবাদীদের রোষের মুখে পড়েছে দেশটি।

[আরও পড়ুন: ফের জুম কল বিভ্রাট, সমকাম বিরোধী সাংসদের পাশে নগ্ন পুরুষ! ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ