Advertisement
Advertisement

Breaking News

সেনাবাহিনীর সঙ্গে হিমাচলে দীপাবলি উদযাপন মোদির

সেনাকর্তা, জওয়াদের মিষ্টিমুখ করালেন মোদি৷ 

PM Modi dedicates Diwali to armed forces
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 30, 2016 4:19 pm
  • Updated:October 30, 2016 4:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের দীপাবলি দেশের অকুতোভয় সেনা-জওয়ানদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিয়ন্ত্রণরেখায় তীব্র উত্তেজনার মধ্যেও দেশের মানুষ নিশ্চিন্তে দীপাবলি পালন করতে পারছেন জওয়ানদের জন্যই, রবিবার সে কথা মনে করিয়ে দিয়েছেন মোদি৷ পাশাপাশি, তাঁর আবেদনে সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটিরাও যেভাবে দীপাবলির বার্তা পাঠিয়েছেন জওয়ানদের, তাতে তিনি আপ্লুত বলে জানিয়েছেন মোদি৷ প্রধানমন্ত্রী এবারের দীপাবলি কাটাচ্ছেন হিমাচল প্রদেশে, সেনাবাহিনী ও সাধারণ মানুষদের সঙ্গে৷ সেখানেই সেনাবাহিনীর কর্তা ও জওয়ানদের মিষ্টিমুখ করান মোদি, দেন ভাষণও৷

রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানেও সেনার ভূয়সী প্রশংসা করেছেন মোদি৷ পাশাপাশি সাধারণ মানুষকেও দেশের ঐক্য অটুট রাখতে এগিয়ে আসতে হবে বলে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ যে কোনও রকম বিচ্ছিন্নতবাদ, সন্ত্রাসের বিরোধিতায় সাধারণ মানুষকে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি৷ মনে করিয়ে দিয়েছেন, বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের সংস্কৃতি৷ কাশ্মীর প্রসঙ্গে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, “সাধারণ মানুষ ও প্রশাসনের কর্তব্য দেশের ঐক্য অটুট রাখা৷”

ভারত-পাক সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যেও দেশের জওয়ানরা যেভাবে পরিস্থিতির মোকাবিলা করছেন, তার জন্য সেনাবাহিনীকে দেশের গর্ব বলে উল্লেখ করেন মোদি৷ বলেন, “সেনারাই আমাদের গর্ব৷ তাঁরাই আমাদের অনুপ্রেরণা৷ আসুন, এবার দীপাবলি আমরা সেনাদের প্রতি উৎসর্গ করি৷” এদিন #Sandesh2Soldiers ক্যাম্পেনের সাফল্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী৷ বলেছেন, “গ্রাম থেকে শহর, দেশের প্রতিটি প্রান্তের পড়ুয়া, সাধারণ মানুষ, নেতা, খেলোয়াড়, কৃষক, বুদ্ধিজীবীরা জওয়ানদের প্রতি তাঁদের মনের বার্তা পাঠিয়েছেন৷”

এদিন আধঘণ্টারও বেশি সময়ব্যাপী রেডিও অনুষ্ঠানে মোদি দেশবাসীকে ফের মনে করিয়ে দেন, “দেশের নিরাপত্তার জন্য জীবনকে বাজি রাখেন সেনা-জওয়ানরা৷ তাঁদের মধ্যে কেউ পাহারা দিচ্ছেন হিমালয়ে, কেউ আবার মরুভূমিতে৷ কেউ আবার আমাদের শিল্প-তালুককে নিশ্চিদ্র রাখছেন৷ প্রত্যেকেরই মাথায় একটাই দায়িত্ব, একটাই কর্তব্য-দেশের নিরাপত্তা অটুট রাখা৷ দেশজুড়ে উৎসবের মরশুমে তাঁদের কথা যেন আমরা না ভুলে যাই৷ আমরা তাঁদের স্মরণ করলেই জওয়ানরা শক্তি পাবেন, তাগিদ পাবেন৷”

শুনুন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ