৬ চৈত্র  ১৪২৯  মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

টিআরপি-র রাজনীতি করছেন মোদি, কটাক্ষ রাহুলের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: December 2, 2016 1:15 pm|    Updated: December 2, 2016 1:15 pm

PM Modi is Only interested in TRP politics, Says Rahul

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিআরপি-র রাজনীতি করছেন নরেন্দ্র মোদি। নোট বাতিলের ইস্যুতে মোদিকে এভাবেই আক্রমণ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ মোদি এমন একজন প্রধানমন্ত্রী যিনি শুধু নিজের ছবির মধ্যেই বন্দি থাকেন। পাশাপাশি কংগ্রেস দেশকে কোনওদিন এধরনের প্রধানমন্ত্রী উপহার দেয়নি বলেও ব্যঙ্গ করেন রাহুল। তাঁর দাবি, মোদির নেওয়া যে কোনও স্ট্রাটেজি-ই টিআরপি তোলার জন্য নির্ধারণ হয়। শুক্রবার লোকসভা অধিবেশনের আগে দলীয় বৈঠকেই এই মন্তব্য করেন কংগ্রেস সহ-সভাপতি।এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর অনুপস্থিতিতে রাহুলের নেতৃত্বে বৈঠক হয়।

মোদির নোট বাতিল পদক্ষেপ দেশের জন্য সর্বনাশ ও অসাড় একটা সিদ্ধান্ত বলেই দাবি রাহুলের। এদিন কাশ্মীর ইস্যুতেও মোদিকে আক্রমণ শানান কংগ্রেসের যুবরাজ। তাঁর অভিযোগ, কাশ্মীরে যখন আগুন জ্বলছে নরেন্দ্র মোদি তখন মৌনব্রত পালন করছেন। মোদির সরকারের আমলে ক্ষমতা একেন্দ্রীকরণ হচ্ছে বলেও অভিযোগ রাহুলের। তাঁর মতে, গোটা সরকার চালাতে সিদ্ধান্ত নেন মোদি একা। যা দেশের পক্ষে বিপজ্জনক।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে