Advertisement
Advertisement

যোগই বিশ্বকে এক সূত্রে বাঁধে, বার্তা প্রধানমন্ত্রীর

উৎসবের মেজাজে যোগ দিবস পালন করল সেনা৷

PM Modi performs asanas on 4th International Yoga Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2018 9:44 am
  • Updated:June 21, 2018 9:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমগ্র বিশ্বকে এক সূত্রে আবদ্ধ করে যোগাসন৷ মানুষের মনন শক্তি, হৃদয় ও শরীরের মধ্যে মেলবন্ধন ঘটায় যোগাসন৷ চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসে দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউটে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরে নিজের বক্তব্যের মাধ্যমে যোগাসনের নানাবিধ সুফল সকলের সামনে তুলে ধরেন মোদি৷ জানান, দেরাদুন থেকে দুবলিন, সাংহাই থেকে শিকাগো, জাকার্তা থেকে জোহানেসবার্গ সর্বস্তরকে যুক্ত করার ক্ষমতা রাখে যোগ৷ মানুষের মনে ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা অন্যতম ভূমিকা পালন করতে পারে যোগ৷ কার্যত যোগকেই সমগ্র বিশ্বের একমাত্র সংগঠক শক্তি বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী৷

[গরুদের জন্য তৈরি করতে হবে আলাদা দপ্তর, আজব দাবি মধ্যপ্রদেশের মন্ত্রীর]

Advertisement

আন্তর্জাতিক যোগ দিবসে দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউটে প্রায় পঞ্চাশ হাজার মানুষের সঙ্গে যোগাসন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতকে যোগের ধারক ও বাহক উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, বিশ্বের কাছে ভারতের অন্যতম বড় উপহার হল যোগাসন৷ যা বর্তমানে কার্যত সবচেয়ে বড় জন আন্দোলনে পরিণত হয়েছে৷ বিশ্বের সমস্ত দেশের, প্রায় সমস্ত স্তরের মানুষ সুস্বাস্থ্যের খাতিরে এই আন্দোলনে যোগদান করেন৷ তাঁদের সমস্ত জাগতিক সমস্যার সমাধান সূত্র খুঁজে পান৷ তাঁর সংযোজন, বিশ্বের দরবারে যোগার মতো প্রাচীন শরীরচর্চাকে তুলে ধরে ভারত বিশ্বকে সমৃদ্ধ করেছে৷ আন্তর্জাতিক যোগ দিবসে সাড়া মিলেছে সমাজের সর্বস্তর থেকে৷

[রাহুলের বাড়িতে সুপারস্টার কমল হাসান, নতুন সমীকরণের ইঙ্গিত?]

সকাল থেকেই এই বিশেষ দিনে যোগ করেন সেনা থেকে রাজনৈতিক, রাষ্ট্রদূতরা৷ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ১৮ হাজার ফুট উপরে লাদাখে যোগাসন করেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের জওয়ানরা৷ আইএনএস জ্যোতিতে যোগাসন করেন ইস্টার্ন নেভাল কমান্ডের জওয়ানদের৷ এছাড়া আইএনএস বিরাট, আইএনএস যমুনাতে ও বিশাখাপত্তনমে নৌসেনা ঘাঁটিতে যোগাসন করতে দেখা যায় নৌসেনার বিভিন্ন আধিকারিক ও জওয়ানদের৷প্রসঙ্গত, রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রথম প্রস্তাব রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর সেই প্রস্তাব মতোই ২০১৫ সাল থেকে ২১ জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পালন হয়ে আসছে৷ প্রথম বছর নয়াদিল্লির রাজপথে ত্রিশ হাজার মানুষের সঙ্গে যোগাসন করেন মোদি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement