ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে আকাশপথে ইরানে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিজেই এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছেন মোদি।
মোদিকে লিখতে দেখা গিয়েছে, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন পেয়েছি। তিনি আমাকে পরিবর্তিত পরিস্থিতির কথা জানিয়েছেন। আমিও ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং দ্রুত ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর প্রয়োজনীয়তার বিষয়টি ব্যক্ত করেছি।’
শুক্রবার সকালে থেকে ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করে ইজরায়েলি সেনা। সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। অন্তত ২০০টি মিসাইল আছড়ে পড়ে। যার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। তেহরানের মেরুদণ্ড ভেঙে দিতে এই হামলা কয়েকদিন চলবে বলে হুঙ্কার দিয়েছে ইজরায়েল।
Received a phone call from PM @netanyahu of Israel. He briefed me on the evolving situation. I shared India’s concerns and emphasized the need for early restoration of peace and stability in the region.
— Narendra Modi (@narendramodi) June 13, 2025
এই পরিস্থিতিতে ভারত আগেই গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। পাশাপাশি জানিয়ে দিয়েছিল, পুরো বিষয়টির দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। দুই দেশের কেউই যেন কোনও চরম পদক্ষেপ না করে, সেই আর্জিও জানিয়েছিল ভারত। এর মধ্যেই ফোনে কথা হল মোদি ও নেতানিয়াহুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.