BREAKING NEWS

২১ জ্যৈষ্ঠ  ১৪৩০  সোমবার ৫ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ওল্ড হায়দরাবাদে কোনও পাকিস্তানি থাকলে দায়ী মোদি-অমিত শাহ’, তোপ ওয়েইসির

Published by: Soumya Mukherjee |    Posted: November 26, 2020 4:13 pm|    Updated: November 26, 2020 4:13 pm

PM Modi, Shah responsible if there are Pakistanis in old Hyderabad: Owaisi। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও এআইএমআইএম রোহিঙ্গা মুসলিম, পাকিস্তান ও আফগানিস্তানের ভোটারদের সাহায্যে গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনে জিততে চাইছে। দু’দিন আগেই এই অভিযোগ করেছিলেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয় কুমার। তবে বিজেপি যদি জেতে তাহলে ওল্ড হায়দারবাদ শহর থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে তাঁরা সার্জিক্যাল স্ট্রাইক করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। তার জবাব দিতে গিয়ে ওল্ড হায়দরাবাদে কোনও পাকিস্তানি থাকলে তার দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলে দাবি করলেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

বুধবার হায়দরাবাদের মালেকপেট এলাকায় জনসভা করতে গিয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, ‘যদি ওল্ড সিটিতে কোনও পাকিস্তানি থাকে তাহলে তার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ। কারণ, এটা তাঁদেরই ব্যর্থতা। তাঁরা ঘুমোচ্ছেন বলেই পাকিস্তানিরা এখানে ঢুকে পড়েছে। আমি তো কোনওদিন তাদের এখানে দেখিনি। আসলে বিজেপি হিন্দু ও মুসলিমদের মধ্যে একটা ঘৃণার দেওয়াল তৈরি করতে চাইছে।’

[আরও পড়ুন: ‘ফেলো কড়ি মাখো তেল’, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয় ভারতে!]

এরপরই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারে ২২২টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু, দেড় বছরের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচনে তারা মাত্র ৭৫টি আসনে জয়ী হয়েছে। পারলে আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ওল্ড সিটিতে নিয়ে এসে প্রচার করান। আমরা দেখি তারপর কী হয়। এখানে তাঁর জনসভার আয়োজন করুন আর আমরা দেখি আপনারা কতগুলি আসন জেতেন।’

কেন্দ্রের শাসকদল হায়দারবাদের সুনাম নষ্ট করতে চাইছে বলেও গতকালের সভা থেকে অভিযোগ করেন আসাদউদ্দিন ওয়েইসি (Assaduddin Owaisi)। বলেন, ‘দিল্লি থেকে এখানে আসা প্রতিটি রাজনৈতিক নেতাই আমার কথা বলছে। কিন্তু, এই পুরসভা নির্বাচনের প্রচারে এসে উন্নয়ন নিয়ে কোনও কথা বলছে না। ২০১৯-২০ সালে হায়দরবাদের উন্নয়নের জন্য বিজেপি সরকার কী করেছে তা নিয়ে কোনও উত্তর দিচ্ছে না। হায়দরাবাদ এখন উন্নত শহর। অনেক বহুজাতিক কোম্পানি এখানে অফিস ও কারখানা খুলেছে। কিন্তু, বিজেপি সেগুলিকে ধ্বংস করে হায়দরাবাদের সুনাম নষ্ট করতে চাইছে।’

[আরও পড়ুন: প্রাপ্তবয়স্ক নারীর স্বেচ্ছা সহবাসে বাধা নেই, ‘লাভ জেহাদ’ বিতর্কের মাঝে তাৎপর্যপূর্ণ রায় আদালতের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে