Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘মজা করো, পাঁচ বছর কাটিয়ে দাও’, কংগ্রেস সরকারের গতিমন্থরতা নিয়ে তোপ মোদির

আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, দাবি মোদির।

PM Modi Slams Past Govts' Reform Apathy
Published by: Subhajit Mandal
  • Posted:February 16, 2025 1:59 pm
  • Updated:February 16, 2025 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু উন্নয়ন নয়, দ্রুতগতিতে উন্নয়ন। গতিই তাঁর সরকারের ইউএসপি। অতীতের কংগ্রেস সরকারগুলির গতিমন্থরতাকে বিঁধে নিজের সরকারের জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি বললেন, “আগের দিনে সরকারের নীতি ছিল, মৌজ করো, আর পাঁচ বছর কাটিয়ে দাও।”

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলছেন, “আমরা কংগ্রেস সরকারের উন্নয়নের গতিও দেখেছি। আবার দুর্নীতির গতিও দেখেছি। সেই গতি যদি চলতে থাকত, তাহলে এতদিনে কী পরিস্থিতি হত বুঝতে পারছেন!” মোদির বক্তব্য, আগের সরকারগুলির মধ্যে কোনওরকম দায়বদ্ধতা ছিল না। সরকারের নীতি ছিল, পাঁচ বছর মজা করে কাটিয়ে দাও।

Advertisement

কংগ্রেস আমলের উন্নয়নের গতি আর তাঁর আমলের উন্নয়নের গতির তুলনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন, “২০১৪ সালে কংগ্রেস লক্ষ্যমাত্রা নিয়েছিল ২০৪৪ সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হিসাবে গড়ে তুলতে হবে। আপনারা ভাবুন, ৩০ বছর সময় চেয়েছিল এই সামান্য লক্ষ্যমাত্রা পূরণের জন্য! আর আজকের বিকশিত ভারতে উন্নয়নের গতি দেখুন। মাত্র এক দশকে ভারত বিশ্বের সেরা পাঁচে ঢুকে গিয়েছে।” এরপরই মোদির দৃপ্ত ঘোষণা, “আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, আগামী কয়েক বছরের মধ্যেই আপনারা দেখবেন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে।”

উল্লেখ্য, প্রাথমিকভাবে মোদি সরকার ২০২৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হিসাবে তুলে আনার লক্ষ্যমাত্রা নিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত অর্থনীতির যা গতি তাতে সেই লক্ষ্যপূরণ সম্ভব নয়। গত কয়েক মাসে সম্ভবত সেকারণেই প্রধানমন্ত্রী বা সরকারের শীর্ষ কোনও আধিকারিকের মুখে ওই লক্ষ্যমাত্রার কথা শোনা যেত না। অনেকদিন বাদে মোদির মুখে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির কথা শোনা গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement