Advertisement
Advertisement
PM Modi

‘বহু শতাব্দীর ত্যাগেই ঘরে ফিরেছেন রামলালা’, মার্কিন পত্রিকার সাক্ষাৎকারে বলছেন ‘ধন্য’ মোদি

মন্দিরের উদ্বোধন দেশের ঐক্যের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, বলছেন মোদি।

PM Modi speaks on Ram Mandir inauguration in interview

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 11, 2024 11:52 am
  • Updated:April 11, 2024 11:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু শতাব্দীর ত্যাগ আর অধ্যবসায়ের ফলেই নিজের জন্মভূমিতে ফিরেছেন ভগবান রাম। মার্কিন সংবাদপত্র নিউজউইকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে রামমন্দির উদ্বোধন প্রসঙ্গে এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, দেশের চেতনাতেই ভগবান রামের নাম লিখিত রয়েছে। দেশের সর্বত্র রামনামের ধ্বনি শোনা যায়।

চলতি বছরের ২২ জানুয়ারি মহাসমারোহে অযোধ্যার রামমন্দির (Ram Mandir) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার আগে ১১ দিন ধরে বিশেষ সংযম পালন করেছিলেন। মার্কিন সংবাদপত্রের সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন মোদি। তাঁর কথায়, “ভগবান রামের জীবনযাত্রা আমাদের সভ্যতার সঙ্গে মিশে গিয়েছে। তাই ১১ দিন ব্যাপী বিশেষ সংযমের সময়ে দেশের নানা প্রান্তে সফর করেছি, যেখানে ভগবান রামের পদচিহ্ন পড়েছে। ওই সফরে গিয়েই অনুভব করেছি, আমাদের প্রত্যেকের মধ্যেই সম্মানের সঙ্গে ভগবান রাম বিরাজ করেন।”

Advertisement

[আরও পড়ুন: বেসরকারিকরণের ফলে বিজেপির নিয়ন্ত্রণে সৈনিক স্কুলও! তোপ খাড়গের, কেন্দ্র বলল, ‘বিভ্রান্তিকর’]

মোদির মতে, কয়েক শতকের ত্যাগ ও অধ্যবসায় শেষে নিজের জন্মভূমিতে ফিরতে পেরেছেন রামলালা। এই মন্দিরের উদ্বোধন দেশের ঐক্যের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, “আমাকে যখন এই প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের অংশ হতে বলা হল, তখন জানতাম ১৪০ কোটি দেশবাসীর প্রতিনিধিত্ব করতে হবে। কয়েকশো বছর ধরে তাঁরা অপেক্ষা করেছেন যে রামলালা কবে ঘরে ফিরবেন। রামমন্দিরের উদ্বোধনে গোটা দেশ উৎসবে মেতেছিল।” প্রাণপ্রতিষ্ঠায় অংশ নিতে পেরে নিজেকে স্বর্গীয় আশীর্বাদধন্য বলে মনে করছেন প্রধানমন্ত্রী।

Advertisement

উল্লেখ্য, বুধবার মার্কিন সংবাদসংস্থা নিউজউইককে দেওয়া মোদির (Narendra Modi) সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। চিনের সঙ্গে সীমান্ত বিবাদ ছাড়াও রামমন্দির, ৩৭০ ধারা বিলোপের মতো বিষয়ে নিজের মতামত জানিয়েছেন প্রধানমন্ত্রী। রামমন্দির উদ্বোধনের সাক্ষী হতে পেরে তিনি ধন্য, এই সাক্ষাৎকারে আবারও সেই কথা জানালেন মোদি।

[আরও পড়ুন: ‘মদ্যপ’ চালকের ভুলে বলি তাজা প্রাণ! হরিয়ানায় স্কুলবাস উলটে মৃত কমপক্ষে ৬ পড়ুয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ