Advertisement
Advertisement

Breaking News

Modi

জনপ্রিয়তায় তিনিই শীর্ষে, সব রাষ্ট্রনেতাদের পিছনে ফেললেন মোদি, দাবি মার্কিন সমীক্ষায়

মোদির ঠিক পিছনেই রয়েছেন মেক্সিকোর আন্দ্রে লোপেজ, যিনি পেয়েছেন ৬৩ শতাংশ নম্বর।

PM Modi tops list of most popular world leaders with 75 pc rating: Survey | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:August 26, 2022 3:43 pm
  • Updated:August 26, 2022 3:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কাজের প্রতি সমর্থনের নিরিখে বিশ্বের এক নম্বর স্থানটিতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন এক সংস্থার করা সমীক্ষার ফলে দেখা গিয়েছে বিশ্বের ২২ জন প্রথমসারির রাষ্ট্রনেতার মধ্যে ৭৫ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং পেয়ে এক নম্বর জায়গাটি রয়েছে নমোর দখলে।

‘মর্নিং কনসাল্ট সার্ভে’-র সমীক্ষায় বলা হয়েছে, মোদির (Narendra Modi) ঠিক পিছনেই রয়েছেন মেক্সিকোর আন্দ্রে লোপেজ, যিনি পেয়েছেন ৬৩ শতাংশ নম্বর। এবং তাঁর পিছনে আছেন যথাক্রমে ইটালির মারিও দ্রাঘি এবং জাপানের ফুমিও কিশিদা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার জাস্টিন ট্রুডো রয়েছে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। তাঁদের দু’জনেরই প্রাপ‌্য নম্বর হচ্ছে যথাক্রমে ৪১ ও ৩৯ শতাংশ। তালিকার সবচেয়ে শেষের নামটি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। সম্প্রতি ‘পার্টি গেট’ কেলেঙ্কারিতে দেশে ও বিদেশে বেশ কিছুটা কোণঠাসা বরিস পেয়েছেন মাত্র ২৫ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: সীমান্তে ভারতীয় সেনার গুলিতে নিকেশ তিন পাক জঙ্গি, প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও]

উল্লেখ্য, ২০২০ সালে মোদির অ‌্যাপ্রুভাল রেটিং অর্থাৎ তাঁর কাজে মানুষের সমর্থন ছিল ৮৪ শতাংশ। গত বছর তা অনেকটাই কমে যায়। দেশে করোনার দ্বিতীয় তরঙ্গের সময় তা নেমে আসে ৬৩ শতাংশে। এবার ৭৫ শতাংশ সমর্থন পেয়ে ফের ২০২২ সালে শীর্ষস্থানে পৌঁছেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর বাইডেনের পাওয়া ৪৩ শতাংশ নম্বর তাঁর কাজের প্রতি সমর্থন তলানিতে এসে ঠেকার প্রমাণ দিচ্ছে। গত বছর দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই করা একই সমীক্ষায় যেখানে তিনি ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছিলেন, সেখানে গত বছরই কোভিডে দেশে মৃত্যুর সংখ‌্যা বাড়তে থাকায় কমতে থাকে তাঁর জনপ্রিয়তা।

Advertisement

প্রতিটি দেশেই শিক্ষা, বয়স, ধর্ম, অঞ্চল ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে মার্কিন সংস্থার তত্ত্বাবধানে। তবে গণ‌্য করা হয়েছে প্রতিটি দেশেরই নিদেনপক্ষে সাক্ষর মানুষদের। এবং আমেরিকার ৪৫ হাজার ও অন‌্যান‌্য দেশের গড়ে পাঁচ হাজার মানুষের উপর র‌্যানডম করা হয়েছে এই সমীক্ষা, যেখানে শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: বড় স্বস্তি যোগীর, সাম্প্রদায়িক হিংসার সব মামলা থেকে রেহাই দিল সুপ্রিম কো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ