১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বড় স্বস্তি যোগীর, সাম্প্রদায়িক হিংসার সব মামলা থেকে রেহাই দিল সুপ্রিম কোর্ট

Published by: Anwesha Adhikary |    Posted: August 26, 2022 1:50 pm|    Updated: August 26, 2022 1:57 pm

Yogi Adityanatha excused by Supreme Court regarding 2007 communal case | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Suprme Court) বড়সড় স্বস্তি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ২০০৭ সালের গোরক্ষপুরে হিংসা ছড়ানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শুক্রবার সেই মামলা থেকে যোগীকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana) জানিয়েছেন, এই মামলা চালিয়ে নিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। প্রসঙ্গত, ২০১৮ সালেও একই রায় দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট।

গত বুধবারই এই মামলার শুনানি শেষ হয়ে গেলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল। কর্মজীবনের শেষ দিনে বিচারপতি এন ভি রামানা জানিয়েছেন, ২০০৭ সালে হিংসা ছড়ানোর কারণে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না। কারণ হিসাবে জানানো হয়েছে, এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া অর্থহীন। সেই কারণেই যোগীর বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করে দেওয়া হল।

[আরও পড়ুন: দলের গঠনতন্ত্র ভেঙে দিয়েছেন রাহুল! বিস্ফোরক অভিযোগ করে কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ]

২০০৭ সালে গোরক্ষপুরের তৎকালীন বিধায়ক যোগীর বিরুদ্ধে একটি সভায় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়। তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেন যোগী। সেই সময়েই সরকারের তরফে দাবি করা হয়, এই ঘটনার তদন্ত করতে গেলে প্রভাব খাটানোর অভিযোগ উঠতে পারে। যেহেতু অভিযোগের কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রী, তাই নিরপেক্ষ তদন্ত নাও হতে পারে। এই মর্মেই ২০১৮ সালে এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয়, যোগীর মামলা চালিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই।

সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পারভেজ পারওয়াজ নামে এক ব্যক্তি। শীর্ষ আদালতে তিনি আবেদন জানিয়ে বলেন, “সরকার চাইলেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে। কিন্তু হাইকোর্টের রায়ে সেই বিষয়ে কিছুই বলা হয়নি।” অন্যদিকে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতগি জানিয়ে দেন , যোগীর যে বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, সেই বক্তৃতার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত করতে গিয়ে যে ভিডিওগুলি পাওয়া গিয়েছিল, সেগুলিও বিকৃত অবস্থায় ছিল। সব মিলিয়ে ২০০৭ সালের সমস্ত মামলা থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন যোগী।

[আরও পড়ুন:‘রাজনৈতিক স্বার্থে আমার নামে মিথ্যাচার হচ্ছে,’ দলের সঙ্গে দূরত্ব নিয়ে মুখ খুললেন গড়করি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে