Advertisement
Advertisement

Breaking News

Raksha Bandhan

৩০ বছর ধরেই রাখি পরান মোদিকে, এবারও ‘দাদা’র সঙ্গে সাক্ষাৎ করতে চান ‘পাকিস্তানি বোন’

দাদাকে কী উপহার দেবেন বোন?

PM Narendra Modi's Pakistani Sister will go to Delhi On Raksha Bandhan। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 22, 2023 4:50 pm
  • Updated:August 22, 2023 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র হাতে গোনা কয়েকদিন। তারপরই রাখিবন্ধন উৎসব। এই উৎসব শুধু ভাইবোনের পবিত্র সম্পর্কের নয়, সৌভ্রাতৃত্বেরও প্রতীক। আর এমনই বিশেষ দিনে আর পাঁচজনের মতোই ‘দাদা’র মঙ্গল কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পাকিস্তানি বোন’ । দু’দেশের মধ্যে বিবাদ সপ্তমে থাকলেও চির ধরেনি এই সম্পর্কে। গত ৩০ বছর ধরেই তিনি মোদিকে রাখি পরান। 

 প্রধানমন্ত্রীর ‘পাকিস্তানি বোনে’র নাম কামার মহসিন শেখ। ভারতের প্রধানমন্ত্রী পদে বসার আগে থেকে তাঁদের এই সম্পর্ক। বিবাহ সূত্রে কামার এ দেশের আমেদাবাদের বাসিন্দা। মোদি যখন আরএসএস কর্মী ছিলেন তখন থেকে মহসিন স্বপ্ন দেখতেন  তাঁর দাদা একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। সেই ইচ্ছের কথা নিজেই মোদিকে জানিয়েছিলেন মহসিন। মোদি তাঁর বোনের কথা রেখেছেন। প্রধানমন্ত্রী পদে বসার পর কেটে গিয়েছে নয় বছর। প্রত্যেক বছর দিল্লি গিয়ে মোদির হাতে রাখি বাঁধেন মহসিন। একসঙ্গে উৎসব উদযাপন করেন তাঁরা। কিন্তু করোনার প্রকোপে বছর দুয়েক বন্ধ ছিল দাদাবোনের সাক্ষাৎ। যদিও নিয়ম করে ওই বছরগুলিতেও মোদির বাড়িতে নিজের হাতে বানানো রাখি পাঠিয়েছেন মহসিন।  

Advertisement

[আরও পড়ুন: সীমা হায়দারের পুনরাবৃত্তি? কোলের সন্তান নিয়ে স্বামীর জন্য ভারতে বাংলাদেশি যুবতী]

তবে এবছর দাদার সঙ্গে দেখা করা নিয়ে আশাবাদী মহসিন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, “আমি নিজে হাতে রাখি বানিয়েছি। অতিমারীর কারণে গত দু’বছর ধরে আমি দিল্লি যেতে পারিনি। কিন্তু এই বছর আশা করছি ওঁর সঙ্গে দেখা করতে পারব। আমি প্রত্যেক দিন ওঁর দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনা করি। আমি বিশ্বাস করি আমার সমস্ত প্রার্থনা সত্যি হবে। দেশের জন্য তিনি যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়।” প্রধানমন্ত্রী বই পড়তে ভালবাসেন। তাই রাখিতে দাদাকে কৃষিবিষয়ক বই উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন ‘বোন’ মহসিন। 

Advertisement

[আরও পড়ুন: জিন্স-টিশার্ট, লেগিংস পরে পড়াতে আসা যাবে না, শিক্ষকদের নির্দেশিকা অসম সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ