Advertisement
Advertisement

Breaking News

PM Surya Ghar: Muft Bijli Yojana

এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ! প্রকল্পের সূচনা মোদির, কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'প্রধানমন্ত্রী সূর্য ঘর, বিনামূল্যে বিদ্যুৎ যোজনা'।

PM Narendra Modi announced government is launching the 'PM Surya Ghar: Muft Bijli Yojana' | Sangbad Pratidin

লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএনআই এক্স হ্যান্ডেল।

Published by: Subhajit Mandal
  • Posted:February 13, 2024 5:12 pm
  • Updated:February 13, 2024 5:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরশক্তির ব্যবহার বাড়াতে দেশের ১ কোটি পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। লোকসভার আগেই সেই মেগা প্রকল্পের সূচনা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, সৌরশক্তির ব্যবহার এবং সুসংহত বিকাশের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুবসমাজকে।

দেশের ১ কোটি পরিবারকে সৌরবিদ্যুৎ পরিষেবা প্রদানের এই কর্মসূচির নাম কেন্দ্র দিয়েছে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর, বিনামূল্যে বিদ্যুৎ যোজনা’। এই প্রকল্পের অধীনে আবেদন করলে আম নাগরিককে কম খরচে সোলার প্যানেল বসাতে সাহায্য করবে কেন্দ্র। এমনকী সোলার প্যানেল বসিয়ে দেওয়ার পর মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এর ফলে এই পরিবারগুলির বার্ষিক সাশ্রয় হবে ১৫ থেকে ১৮ হাজার টাকা। এই প্রকল্পে কেন্দ্রের মোট খরচ হবে ৭৫ হাজার কোটি টাকা। 

Advertisement

[আরও পড়ুন: মারাঠা-ভূমে মহানাটক! চহ্বানের চমকে বিশ বাঁও জলে কংগ্রেসের রাজ্যসভা প্ল্যান]

সেই প্রকল্পের সূচনা করে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি লিংকও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেই লিংকে ক্লিক করলেই আবেদন করা যাবে এই ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর, বিনামূল্যে বিদ্যুৎ যোজনা’য়। দেশের সব নাগরিকই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই প্রকল্পকে জনপ্রিয় করার জন্য পঞ্চায়েত এবং পুরসভার মতো স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নিতে অনুরোধ করেছেন মোদি।

Advertisement

[আরও পড়ুন: উত্তরাখণ্ডের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি! লোকসভার আগে বড় ঘোষণা হিমন্তর]

লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্প কার্যকর করতে মরিয়া কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। পুরোপুরি না হলেও আংশিকভাবে যদি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলেও লোকসভার প্রচারে তা ভীষণভাবে ব্যবহার করা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ