Advertisement
Advertisement
Odisha

চিকিৎসার নামে ১৪ বছরের কিশোরকে বলি! ওড়িশায় গ্রেপ্তার মহিলা পুরোহিত

পুরোহিতের তিন ছেলেকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

Police Arrest Female Priest and Her Son's In Suspected Human Sacrifice Of 14-Year-Old Boy | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 31, 2023 7:54 pm
  • Updated:July 31, 2023 7:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নরবলির অভিযোগ ওড়িশায় (Odisha)। অভিযুক্ত এক মহিলা পুরোহিত। ১৪ বছর বয়সি অসুস্থ ছেলের রোগ সারাতে আশ্রমের মহিলা পুরোহিতের দ্বারস্থ হয়েছিলেন মা। অভিযোগ, রোগ সারানোর আছিলায় তাকে বলি দেওয়া হয়েছে। এই ঘটনায় মহিলা পুরোহিত এবং তাঁর তিন ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ওড়িশার তুসারা গ্রামের। অভিযুক্ত মহিলা পুরোহিতে নাম ঋতাঞ্জলি বাগ। বাসন্তী নামের এক মহিলা অসুস্থ ছেলে সঞ্চিত বিসওয়ালকে নিয়ে ঋতাঞ্জলি দ্বারস্থ হন। যাগ-জজ্ঞের মাধ্যমে রোগ সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন পুরোহিত। ২২ জুলাই ঋতাঞ্জলির আশ্রমে ছেলেকে নিয়ে যান বাসন্তী। তিনি অভিযোগ করেছেন, রাতে পুজোপাঠের পর ছেলেকে এবং তাঁকে আলাদা ঘরে শুতে দেওয়া হয়। পর দিন সকাল থেকেই ছেলে নিখোঁজ। আশ্রমের কোথায় তাকে খুঁজে পাওয়া যায়নি।

Advertisement

[আরও পড়ুন: প্রেমবিবাহেও লাগবে বাবা-মায়ের সম্মতি, নতুন নিয়ম আনছে গুজরাট সরকার!]

ছেলেকে হারিয়ে থানায় গিয়ে অভিযোগ জানান বাসন্তী। যদিও পুলিশ সেকথা কানে তোলেনি। ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাঁরা নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর পরেই সঞ্চিতের খোঁজে তল্লাশি শুরু করেন পুলিশকর্মীরা। শেষ পর্যন্ত জঙ্গল থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। যদিও দেহের নিচের অংশ মেলেনি। যা জানার পর আরেক দফা উত্তেজনা তৈরি হয় এলাকায়। রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। প্রশাসন দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভালবাসার ঘনিষ্ঠ মুহূর্ত, লজ্জায় আত্মঘাতী দুই কলেজ পড়ুয়া!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ