Advertisement
Advertisement

পোলিও টিকায় ভাইরাস, তিন রাজ্যে দেড় লক্ষ শিশুর শরীরে সংক্রমণের আশঙ্কা

পরিস্থিতির উপর নজর রাখতে বাড়ি বাড়ি অভিযান স্বাস্থ্যকর্মীদের৷

Polio vaccine: State health dept to hold door-to-door survey
Published by: Kumaresh Halder
  • Posted:October 4, 2018 11:52 am
  • Updated:October 4, 2018 11:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভারতকে পোলিও মুক্ত দেশের মর্যাদা আগেই দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ এবার সেই ‘পোলিও মুক্ত ভারতে’ই এবার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা৷  উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানায় পোলিও টিকায় ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে৷ উত্তরপ্রদেশে একাধিক শিশুর মলে ভাইরালের চিহ্ন পাওয়া গিয়েছে৷ ‘টাইপ-২’ পোলিওর সংক্রমণ দেখা দেওয়ায় তিন রাজ্যের অন্তত দেড় লক্ষ শিশু প্রভাবিত হতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ ইতিমধ্যে যে সমস্ত শিশুকে টাইপ-২ পোলিও দেওয়া হয়েছে, তাদের উপর কড়া নজরদারি রাখার নির্দেশ জারি হয়েছে৷ স্বাস্থ্য কর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷

[মুসলিম বলে মেলেনি সুবিচার, মৃত ছেলের জন্য ধর্মান্তরিত হলেন বাবা]

কিন্তু, টাইপ-২ পোলিও টিকায় কীভাবে ঢুকল ভাইরাস? মারণ রোগ থেকে শিশুদের বাঁচাতে যখন পোলিও টিকাকরণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে কেন্দ্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), তখন কীভাবে এতবড় ঘটনা ঘটল? জানা গিয়েছে, গাজিয়াবাদের বায়োমেড ওষুধ কারখানায় টিকাগুলি তৈরি হত৷ ইতিমধ্যেই ওষুধ উৎপাদনকারী সংস্থার সমস্ত ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে৷ ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেপ্তারও করেছে পুলিশ৷

Advertisement

[মায়ার খেলা! মধ্যপ্রদেশ-রাজস্থানে আলাদা লড়ার সিদ্ধান্ত বিএসপির]

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে তিন রাজ্যকে সতর্ক করে টিকা গ্রহণকারী সমস্ত শিশুকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে৷ নির্দেশ জারি হতেই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নিতে শুরু করেছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা৷ এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি টিকা করণের  ফাইলে টাইপ-২ সংক্রমণ মিলেছে৷ সংক্রমিত আরও দুটি ব্যাজে ১ লক্ষ ফাইলে সংক্রমণ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ উত্তরপ্রদেশে টিকা দেওয়া শিশুদের মলে ভাইরাসের উপস্থিতি পাওয়ার পরই বিষয়টি সবার নজরে আসে৷

[রাফালে যুদ্ধবিমান ‘গেমচেঞ্জার’, দরাজ সার্টিফিকেট বায়ুসেনা প্রধানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ