Advertisement
Advertisement

Breaking News

ভোটের ফলাফল বেরোনোর পর ভোট বাতিল কমিশনের

ভারতবর্ষের ইতিহাসে প্রথম এমনটা হল৷ ভোট শেষ হয়ে যাওয়ার পর কোনও নির্বাচন কেন্দ্রের ভোট বাতিল করল নির্বাচন কমিশন৷

Polls to 2 TN constituencies further deferred by EC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 3:43 pm
  • Updated:May 28, 2016 4:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষের ইতিহাসে প্রথম এমনটা হল৷ ভোট শেষ হয়ে যাওয়ার পর কোনও নির্বাচন কেন্দ্রের ভোট বাতিল করল নির্বাচন কমিশন৷ শনিবার কমিশন থেকে বিবৃতি দেওয়া হয়, তামিলনাড়ুর দুটি বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে৷ কারণ, দুই জায়গাতেই টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ প্রমাণিত হয়েছে৷

এর আগেও আরভকুরিচি ও তাঞ্জাভুর বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ ১৬ মে থেকে ২৩ মে করা হয়েছিল৷ পরে মে মাসের ২১ তারিখে তা আরও পিছিয়ে জুন মাসের ১৩ তারিখ করা হয়৷ ততদিনে তামিলনাড়ুর বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দ্বিতীয়বার ক্ষমতায় চলে এসেছেন জয়ললিতা৷

Advertisement

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি, পিএমকে-র মতো দল গুলি৷ কমিশনের দাবি, এই প্রথম নির্বাচনের পর বাতিল করে হয়েছে কোনও কেন্দ্রের ভোটগ্রহণ৷  পর্যবেক্ষকদের রিপোর্ট ও প্রমাণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ