Advertisement
Advertisement

Breaking News

বাতিল নোটে ১০ হাজারের বেশি লেনদেনে জরিমানা ৫ গুন!

এখন ১০ টির বেশি পুরনো নোট কোনও ব্যক্তির কাছে থাকা, জমা দেওয়া বা তাতে কোনওরকম লেনদেন চালানো রীতিমতো অপরাধ হিসেবে গণ্য হবে৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 27, 2016 8:42 am
  • Updated:December 27, 2016 8:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল নোটে লেনদেন রুখতে আরও কঠোর হচ্ছে কেন্দ্র৷ এবার পুরনো নোট জমা দেওয়ার ক্ষেত্রে নজর ১০,০০০-এর বেশি লেনদেনে৷ যে কেউ বাতিল নোট জমা দিতে পারবেন ১০ টি৷ তার বেশি হলে জরিমানা হতে পারে পাঁচ গুন৷ ৩০ ডিসেম্বরের আগেই এই অর্ডিন্যান্স জারি করতে পারে বলে সূত্রের খবর৷

পুরনো নোট জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ৩০ ডিসেম্বর পর্যন্ত৷ তারপর বাতিল নোট সরাসরি রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়া যেতে পারে৷ সেক্ষেত্রে গ্রেস পিরিয়ড বা সময়সীমা আর একটু বাড়ানো হতে পারেও বলে জানা যাচ্ছে৷ কিন্তু এক্ষেত্রে কঠোর হচ্ছে কেন্দ্র৷ পুরনো নোটে ১০,০০০-এর বেশি জমা পড়লে জরিমানার মুখে পড়তে হতে পারে৷ তার পরিমাণ প্রায় ৫ গুন৷ কেন্দ্রের সিদ্ধান্ত, যে কেউ পুরনো নোট ১০টি জমা দিতে পারেন৷ কিন্তু তার বেশি হলেই জরিমানা ধার্য করা হবে৷

Advertisement

এই অর্ডিন্যান্সে সায় দিয়েছেন রিজার্ভ  ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টররাও৷ বাতিল নোট জমা দেওয়ার সাধারণ সময়সীমা পেরনোর আগেই এই অর্ডিন্যান্স জারি হতে পারে৷ ফলে এখন ১০ টির বেশি পুরনো নোট কোনও ব্যক্তির কাছে থাকা, জমা দেওয়া বা তাতে কোনওরকম লেনদেন চালানো রীতিমতো অপরাধ হিসেবে গণ্য হবে৷

Advertisement

বাতিল নোটের লেনদেন আটকাতে অ্যাকাউন্টপিছু একবারই ৫০০০ টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়৷ এখনও বিভিন্ন মন্দিরে বাতিল নোট জমা দিয়ে করের হাত থেকে নিষ্কৃতী পাওয়ার খবর আসছে৷ এবার তা রুখতেই এই নয়া ভাবনা কেন্দ্রের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ