Advertisement
Advertisement

Breaking News

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়

ঘোষণা রাষ্ট্রপতি ভবনের৷

Pranab Mukherjee to get Bharat Ratna
Published by: Tanujit Das
  • Posted:January 25, 2019 8:40 pm
  • Updated:January 25, 2019 10:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ সাধারণতন্ত্র দিবসের আগের দিন রাষ্ট্রপতি ভবনের তরফে এ কথা ঘোষণা করা হল৷

[দেশের ‘সেরা মুখ্যমন্ত্রী’ যোগী আদিত্যনাথ, বলছে সমীক্ষা]

Advertisement

এই সম্মান পেয়ে স্বভাবতই আপ্লুত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘দেশেকে যা দিয়েছি তার চেয়ে অনেক বেশি সম্মান পেয়েছি৷ দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি৷’’ এই ঘোষণা হতেই প্রাক্তন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, দশকের পর দশক ধরে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন প্রণববাবু৷ তাঁর জ্ঞান, দূরদর্শিতা দেশের উন্নয়নে সর্বাত্মকভাবে সাহায্য করেছে৷

Advertisement

[বিয়ের কয়েক ঘণ্টা আগে অপহৃত কনে, ভিডিও দেখলে শিউরে উঠবেন ]

প্রয়াত সমাজসেবী নানাজি দেশমুখের উদ্দেশ্যে মোদি লেখেন, গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য৷ নিম্নবর্গের মানুষদের জন্য তাঁর কাজ সকলের মনে থাকবে৷ টুইটে সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকাকে ‘কালজয়ী’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ জানান, প্রজন্মের পর প্রজন্ম তাঁর সঙ্গীতে বুঁদ হয়ে রয়েছে৷ ‘ভারতরত্ন’ ছাড়াও শুক্রবার ঘোষণা হয়েছে ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’ প্রাপকদের নামও৷ 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ