Advertisement
Advertisement

Breaking News

Prashant Kishor

নতুন ইনিংস প্রশান্ত কিশোরের, বাংলার পর এবার পাঞ্জাবের দায়িত্বে ভোটকুশলী

বাংলার কাজ শেষ করেই কি পাঞ্জাবের পথে পিকে?

Prashant Kishor will be appointed as chief advisor of Punjab CM |SangbadPratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:March 1, 2021 4:31 pm
  • Updated:March 1, 2021 4:46 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিহার, দিল্লি, পশ্চিমবঙ্গের পর এবার পাঞ্জাব সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। টুইট করে এই খবর জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং (Capt.Amarinder Singh) নিজেই। অমরিন্দর সিংয়ের মুখ্য পরামর্শদাতা হিসেবে কাজ করবেন পিকে। ২০২২-এ পাঞ্জাবে বিধানসভা ভোট। রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই পিকে-কে নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজে লাগাতে পারেন ক্যাপটেন অমরিন্দর সিং। তবে কবে থেকে প্রশান্ত কিশোর পঞ্জাবে কাজ শুরু করছেন, তা এখনও ঠিক হয়নি।

জাতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোর ভোটকুশলী হিসেবে সম্প্রতি বেশ জনপ্রিয় হয়েছেন। বিগত বছরগুলিতে দিল্লিতে কেজরিওয়াল, বিহারে নীতীশ সরকারকে ফের ক্ষমতায় এনে নিজের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিয়েছেন পিকে। তাঁর সেসব সাফল্যের নিরিখে একুশের ভোটের লড়াইয়ের জন্য নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর থেকে তৃণমূলের প্রতিটি কর্মসূচির পরিকল্পনা সাজায় পিকে’র দল। এমনকী একুশের তৃণমূলের প্রার্থী তালিকাও পিকে’র হাত ধরেই চূড়ান্ত হচ্ছে। প্রার্থী বাছার আগে টিম পিকে রীতিমতো দীর্ঘ সমীক্ষা চালিয়েছে।

[আরও পড়ুন: লড়াইয়ের ময়দান নন্দীগ্রামই, ভবানীপুরে প্রার্থী নাও হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়]

এবার বাংলার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার পর নিজের কেরিয়ারের আরেক ইনিংস শুরু করবেন প্রশান্ত কিশোর। এবার তাঁর গন্তব্য পঞ্চনদের দেশ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং টুইট করে সুখবর জানিয়েছেন। প্রশান্ত কিশোরকে মুখ্য পরামর্শদাতা হিসেবে নিয়োগ করে অমরিন্দর আশা প্রকাশ করেছেন, উভয়ে একসঙ্গে পাঞ্জাবের জনগণের উন্নয়নে কাজ করবেন। এখন প্রশ্ন, তবে কি বাংলার বিধানসভা ভোটপর্ব সমাপ্ত করেই পাঞ্জাব পাড়ি দেবেন পিকে? নাকি তার আগেই চলে যাবেন? এ বিষয়ে এখনও পিকে’র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি অবশ্য।

[আরও পড়ুন: পোস্টাল ব্যালট চুরির আশঙ্কা, কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করল বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ