Advertisement
Advertisement

Breaking News

এভারেস্ট জয়ের নকল ছবি, রোষের মুখে দম্পতি!

নেপাল সরকারের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি৷

Probe Ordered Into Pune Couple's Everest Record
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 6:44 pm
  • Updated:October 27, 2018 5:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুনের দীনেশ ও তারকেশ্বরী রাঠৌর দাবি করেছিলেন, তাঁরাই নাকি এভারেস্টজয়ী প্রথম ভারতীয় দম্পতি৷ কিন্তু তাঁদের দাবি উড়িয়ে প্রায় তিন সপ্তাহ পর মহারাষ্ট্রের আটজন পর্বতারোহী অভিযোগ করলেন, ওই দম্পতির এভারেস্ট জয়ের ছবি নকল৷ আর এই অভিযোগের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, এটাই কি তাহলে নতুন ট্রেন্ড! অভিযানে অংশ না নিয়েও শৃঙ্গজয়ের দাবি করা!

সূত্রের খবর, মহারাষ্ট্রের আট পর্বতারোহীর অভিযোগ পেয়ে খোদ পুলিশ কমিশনার ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন৷ দীনেশ ও তারকেশ্বরী রাঠৌর দুজনেই পুলিশ কনস্টেবল৷ ওই ঘটনায় পুলিশকর্মীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ভেবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ নিজে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন৷ কথা বলা হচ্ছে নেপাল সরকারের সঙ্গেও৷ মূল অভিযুক্ত গোটা ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি৷ অভিযোগকারীদের মধ্যে একজন অঞ্জলি কুলকার্নি দাবি করেছেন, “রাঠৌররা যে ছবিগুলি ফেসবুকে পোস্ট করেছেন, সেগুলি দৃশ্যতই নকল, মর্ফড৷” এই বিষয়ে অবশ্য নেপাল সরকারের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ