Advertisement
Advertisement

Breaking News

Puducherry

কাটছে ৪০ বছরের খরা, প্রথম মহিলা মন্ত্রী পাচ্ছে পুদুচেরি, রবিবারই শপথগ্রহণ

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন মোট ৫ জন।

Puducherry to get its first woman Minister in 40 years | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 26, 2021 5:28 pm
  • Updated:June 26, 2021 7:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় চার দশক পর মহিলা মন্ত্রী পাচ্ছে কেন্দ্রশাসিত পুদুচেরি (Puducherry)। রবিবার মন্ত্রিসভা সম্প্রসারণ। ওইদিনই বিকেলে আরও চারজনের সঙ্গে মন্ত্রীপদে শপথ নেবেন AINRC’র বিধায়ক চন্দিরা প্রিয়াঙ্গ (Chandira Priyanga)। অর্থাৎ মন্ত্রিসভায় আরও ৫ জনের নতুন করে অন্তর্ভূক্তি হচ্ছে। রাষ্ট্রপতি ও উপ-রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে রবিবারই নতুন মন্ত্রীদের শপথের দিনক্ষণ ঠিক করেছে এন রঙ্গস্বামীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা।

পুদুচেরির নতুন ৫ মন্ত্রীর মধ্যে তিনজনই জোট সরকারের সর্বাধিক ক্ষমতায় থাকা AINRC’র সদস্য। বাকি দু’জন বিজেপির। নতুন মন্ত্রীরা হলেন – কে লক্ষ্মীনারায়ণন, সি জকুমার, চন্দ্রিকা প্রিয়াঙ্গ, একে সাই, এ নামাশিব্যম এবং জে সর্বণ কুমার। এঁদের মধ্যে প্রথম তিনজনই AINRC’র, বাকি দু’জন বিজেপি (BJP) বিধায়ক। রবিবার দুপুর আড়াইটে নাগাদ উপ-রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন রাজ নিবাস অর্থাৎ তাঁর বাসভবনে নবনির্বাচিত শপথ পাঠ করাবেন। ৫ নতুন মন্ত্রীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজনই – চন্দিরা প্রিয়াঙ্গ। ৪১ বছরের প্রথা ভেঙে এই প্রথম কোনও মহিলা পুদুচেরির মন্ত্রী হতে চলেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘মুম্বই হামলার শহিদ হেমন্ত কারকারে দেশভক্ত নন’, প্রজ্ঞা ঠাকুরের মন্তব্যে বিতর্ক তুঙ্গে]

ইতিহাস বলছে, এর আগে ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত কেন্দ্রশাসিত পুদুচেরির মন্ত্রিসভার সদস্য ছিলেন এক মহিলা। কংগ্রেসের রেণুকা আপ্পাদুরাই সেসময় শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলেছিলেন। এবার ২০২১ সালে তাঁর উত্তরসূরি হিসেবেই মন্ত্রী পদে বসতে চলেছেন চন্দিরা প্রিয়াঙ্গ। তবে তিনি কোন দপ্তরের দায়িত্ব পাবেন, তা এখনও ঠিক হয়নি বলেই খবর। নতুন কোনও মন্ত্রীরই দায়িত্ব বণ্টন নিয়ে পরিকল্পনা এখনও হয়নি। রবিবার মন্ত্রিসভা সম্প্রসারণের পর সোমবার থেকে সব ঠিক হতে পারে। চলতি বিধানসভা নির্বাচনে ৪০ আসনের পুদুচেরিতে AINRC নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট সরকার ক্ষমতায় ফিরেছে।  মুখ্যমন্ত্রী হয়েছেন এন রঙ্গস্বামী। তিনিই চন্দিরা প্রিয়াঙ্গকে নিজের মন্ত্রিসভায় চেয়ে আবেদন করেছিলেন। তা মঞ্জুর হওয়ায় ৪১ বছরে পুদুচেরিতে মহিলা মন্ত্রী না থাকার খরা কাটছে। 

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরের সঙ্গে ‘দিল কি দূরি’ কীভাবে মিটবে? কেন্দ্রকে পরামর্শ মেহবুবা মুফতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ