Advertisement
Advertisement

পুলওয়ামার হামলা ‘দুর্ঘটনা’, ফের বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের

দিগ্বিজয়ের এই 'দুর্ঘটনা তত্ত্ব'কে আক্রমণ করেছে বিজেপি।

Pulwama attack an accident: Digvijaya Singh
Published by: Subhajit Mandal
  • Posted:March 5, 2019 2:24 pm
  • Updated:March 5, 2019 2:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে ভারতের এয়ারাস্ট্রাইকে আদৌ কোনও ক্ষতি হয়েছে কিনা, প্রশ্ন তুলেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়। সেই মন্তব্যের সাফাই দিতে গিয়ে আরও একটি বেফাঁস মন্তব্য করে বসলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। এবার পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলাকে দুর্ঘটনা বলে বসলেন রাহুল গান্ধীর রাজনৈতিক মেন্টর।

[মাসুদের পর এবার দাউদ ইস্যুতে পাকিস্তানকে কোণঠাসা করার প্রস্তুতি ভারতের]

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার অবন্তfপোরায় ফিদায়েঁ হামলার স্মৃতি এখনও টাটকা ভারতীয়দের মনে। একসঙ্গে এত জওয়ানের শহিদ হওয়ার ঘটনা এখনও ভুলতে পারেনি ভারত। কিন্তু এহেন ঘটনাকে নেহাত দুর্ঘটনা বলে বসলেন কংগ্রেস নেতা। বিজেপির অভিযোগ, মোদি সরকারকে আক্রমণ শানাতে গিয়ে শহিদদের আত্মত্যাগকেই অসম্মান করেছেন কংগ্রেস নেতা। বিতর্কের সূত্রপাত দিন দুই আগেই। পুলওয়ামার এয়ারস্ট্রাইকে আদৌ ৩০০ জন জঙ্গি মারা গিয়েছে কিনা প্রশ্ন তোলেন দিগ্বিজয় সিং। যা নিয়ে বিতর্ক ছড়ায়। মঙ্গলবার সেই মন্তব্যের সাফাই দিতে একটি টুইট করেন দিগ্বিজয়। তিনি বলেন, “ভারতীয় সেনার বাহাদুরি নিয়ে তিনি গর্ববোধ করেন, আর সেনাকে তিনি বিশ্বাসও করেন। আমার আত্মীয় পরিচিতরা অনেকে সেনায় আছেন, আমি কাছ থেকে দেখেছি কীভাবে পরিবার ছেড়ে আমাদের রক্ষা করেন সেনা জওয়ানরা, আমি ওনাদের সম্মান করি। কিন্তু, পুলওয়ামার ‘দুর্ঘটনা’র পর কিছু বিদেশি সংবাদমাধ্যম আমাদের করা এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে প্রশ্ন তুলছে। যা ভারত সরকারের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।”

Advertisement

[‘এবার জঙ্গিদের ঘরে ঢুকে মারব’, আরও বড় হামলার ইঙ্গিত প্রধানমন্ত্রীর!]

স্বাভাবিকভাবেই দিগ্বিজয়ের এই দুর্ঘটনা তত্ত্বকে আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং কটাক্ষের তিরে বিঁধেছেন কংগ্রেস নেতাকে। দিগ্বিজয়ের উদ্দেশে তাঁর প্রশ্ন, “আপনি কী বলেন? রাজীব গান্ধীর মৃত্যুও কি দুর্ঘটনা ছিল?” বর্ষীয়ান নেতার এই নয়া মন্তব্যে বেশ অস্বস্তিতে কংগ্রেস। সেনার মৃত্যু নিয়ে রাজনীতি না করার অঙ্গীকার করার পরও একাধিক কংগ্রেস নেতা এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলতে পিছপা হননি। আর তাতে দলেরই ভাবমূর্তি প্রশ্নের মুখে।

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ