Advertisement
Advertisement

Breaking News

স্ত্রীর এই আকুল প্রার্থনাতেও মন গলেনি পুলওয়ামার নিহত জঙ্গির

সেনা সুযোগ দিয়েছিল৷ কিন্তু...

Pulwama encounter: Wife's request goes unheeded, terrorist Keep on firing
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 10, 2017 6:20 am
  • Updated:March 10, 2017 6:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তপাত কেউই চায় না৷ বিশেষ করে ভারতীয় সেনা৷ কারণ রক্তের মূল্য তাঁরা একটু বেশিই বোঝে৷ তবুও দেশ বাঁচাতে হাতিয়ার হাতে তুলে নিতে হয়৷ শেষ সুযোগ সবাইকে দেওয়া হয়৷ কিন্তু সুযোগেরও তো শেষ থাকে? তাই চরম সিদ্ধান্ত নিতেই হয়৷ এমনটাই ঘটেছে সদ্য কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনা-পুলিশের যৌথ এনকাউন্টারে৷

(ঝগড়া থামাতে সমুদ্রের বুকে ভারতীয় নৌসেনার রণতরীতে নামল হেলিকপ্টার)

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাদগমপোরা গ্রামে যৌথ অভিযান চালায় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ৷ দুই পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক শীর্ষ লস্কর জঙ্গির৷ তখনও আরও এক জঙ্গি ঘরের ভিতরে ছিল৷ যাকে ঘিরে ফেলেছিল সেনা ও পুলিশ৷ জানা যায়, স্থানীয় বাসিন্দা সে৷ নাম মহম্মদ সফিক শেরগজরি৷ বাঁচার শেষ সুযোগ তাকে দেয় সেনা৷ ডাকা হয় সফিকের স্ত্রী দিলশাদাকে৷ আশ্বাস দেওয়া হয়, যদি সে আত্মসমর্পন করে কোনও ক্ষতি করা হবে না৷ নতুন করে বাঁচার সুযোগ দেওয়া হবে৷ সেনা-পুলিশের আশ্বাস পেয়ে সফিকের স্ত্রীও আকুল মিনতি করে স্বামীকে হাতিয়ার ফেলে ফিরে আসার জন্য৷

Advertisement

(এটিএম থেকে ফের বেরোল খেলনা ২০০০ টাকার নোট)

(‘হেরিটেজ’ জোড়াসাঁকোয় বন্ধ হচ্ছে প্রাক বসন্তোৎসব)

দিলশাদার চোখের জল, কাকুতি-মিনতিও গলাতে পারেনি সফিকের মন৷ উল্টে সেনার দিকে এলোপাথারি গুলি করতে থাকে সে৷ বাধ্য হয়ে চরম সিদ্ধান্ত নিতে হয় সেনা ও পুলিশকে৷ মেরে ফেলা হয় সফিককে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ