প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে নেটপাড়ায়, তা যেন বলিউডের সিনেমার রোমহর্ষক দৃশ্য! চোখের নিমেষে সাগরেদদের গুলিতেই খতম পুণে (Pune) শহরের কুখ্যাত গ্যাংস্টার শরদ মোহল। দলের ছেলেদের হাতে দলনেতাকে খুন হতে হল কেন?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার লেনদেন নিয়ে ঝামেলার জেরে শরদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। শুক্রবার ছিল শরদের বিবাহবার্ষিকী। দিনটা যে জীবনের অন্তিম দিন হতে চলেছে, ঘুণাক্ষরে টের পাননি গ্যাংস্টার। এদিন দুপুর দেড়টা নাগাদ পুণের কোথরুড়ের সরু গলিতে হত্যার ঘটনা ঘটে। এক সঙ্গীকে নিয়ে এলাকায় বেরিয়েছিলেন শরদ। আচমকা তাঁকে ঘিরে ধরে দলেরই কয়েক জন সদস্য। তাঁদের সঙ্গে গ্যাংস্টারের বচসা হয়। এর পরেই তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়। সঙ্গী যুবক শরদকে বাঁচানোর চেষ্টা করেও পারেননি।
পুলিশ জানিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গ্যাংস্টারকে গুলি করা হয়েছিল। একটি গুলি শরদের বুক ফুঁড়ে দেয়। আরেকটি গুলি তাঁর কাঁধে লাগে। প্রথম গুলিটি লাগার পর শরদ পড়ে যান। ওই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি দুষ্কৃতীকে। এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.