Advertisement
Advertisement
Punjab

বিদ্যুৎ খরচ কমাতে নয়া সিদ্ধান্ত পাঞ্জাবে, বদলাচ্ছে কর্মীদের অফিস টাইম

দেশের বহু অংশেই দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ সংকট।

Punjab Govt changes office timings to save power। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 9, 2023 2:30 pm
  • Updated:April 9, 2023 2:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশটা-পাঁচটা নয়, সরকারি অফিস বসবে সকাল সাড়ে সাতটায়। দুপুর দুটোয় ছুটি। আচমকাই এমন ঘোষণা পাঞ্জাব (Punjab) সরকারের। এক ভিডিও বার্তায় সকলকে সরকারি অফিসের নতুন সময় সম্পর্কে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ২ মে থেকে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত লাগু থাকবে এই নয়া টাইমিং।

কিন্তু কেন এই পরিবর্তন? আসলে বিদ্যুতের খরচ বাঁচাতেই এই পদক্ষেপ করা হচ্ছে। যে সময়টায় সবথেকে বেশি বিদ্যুৎ খরচ হত সেই সময়টাকে পরিবর্তন করেই নয়া সময়সূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, তাড়াতাড়ি অফিস বন্ধ করে দেওয়ার ফলে বিদ্যুতের প্রভূত সাশ্রয় করা সম্ভব হবে।

Advertisement

[আরও পড়ুন: দেশে বাড়ল বাঘের সংখ্যা, ২০ কিমি জঙ্গল সাফারির পর ঘোষণা গর্বিত মোদির, দেখুন ভিডিও]

এই নয়া সময়সূচিকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। তাঁরা এটাকে সদর্থক পদক্ষেপ হিসেবেই দেখছেন। এদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন, এই নয়া সময় সামলাতে অসুবিধায় পড়তে হবে সরকারি কর্মীদের। তবে এই সমালোচনাকে পাত্তা দিতে রাজি নয় ভগবন্ত (Bhagwant Mann) সরকার। তাদের মতে, এই পরিবর্তন থেকে সুদূরপ্রসারী লাভ করা সম্ভব হবে। এর ফলে উৎপাদনশীলতা ও কাজের জীবনের মধ্যে সমতা বজায় রাখাও কর্মীদের পক্ষে সুবিধাজনক হবে।

Advertisement

উল্লেখ্য, পাঞ্জাব সরকার এমন এক সময়ে এই ঘোষণা করল যখন দেশের বহু অংশেই বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে। যার ফলে বেড়েছে বিদ্যুতের দামও। আগামিদিনে গরম আরও বাড়লে এই সংকট আরও বাড়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে এমন পদক্ষেপ করল পাঞ্জাবের আপ সরকার।

[আরও পড়ুন: ‘হোয়াটসঅ্যাপে ছড়ানো হচ্ছে ছদ্ম ইতিহাস’, NCERT-র মুঘল অধ্যায় মোছা নিয়ে সরব ইতিহাসবিদরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ