১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

আত্মনির্ভরতায় জোর, দেশীয় সংস্থা থেকে সমরাস্ত্র কিনতে কেন্দ্রের বরাদ্দ ৭০ হাজার কোটি

Published by: Kishore Ghosh |    Posted: March 18, 2023 3:21 pm|    Updated: March 18, 2023 3:36 pm

Purchase of military equipment defense acquisition council approved 70 thousand crore | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভর ভারতকে প্রতিষ্ঠা দিতে মরিয়া মোদি সরকার। এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র কিনতে ৭০ হাজার ৫৮৪ কোটি বরাদ্দ করল প্রতিরক্ষা মন্ত্রক। এর মধ্যে নৌবাহিনীর (Indian Navy) জন্য বরাদ্দ হয়ছে ৫৬ হাজার কোটিরও বেশি। বৃহস্পতিবার তিন বাহিনীকে ঢেলে সাজাতে রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সভাপতিত্বে প্রতিরক্ষা মন্ত্রকের (Defense Ministry) বৈঠক হয়। এরপরেই নতুন করে অত্যাধুনিক অস্ত্র কিনতে বড়সড় বরাদ্দের সিদ্ধান্ত হয়। মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে কত টাকা ব্যয়ে কী কী অস্ত্র কেনা হবে তাও জানানো হয়েছে।

কেনা হবে ৬৯টি সামুদ্রিক কপ্টার (Helicopter), ২২৫টি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল (Brahmos Missile) এবং ৩০৭টি ভারী কামান। এর মধ্যে কপ্টার কিনতে প্রায় ৩২ হাজার কোটি টাকা ব্যয় হবে। যা তৈরি করেছে হিন্দুস্থান অ্যারোনটিক্স বা হ্যাল। ২২৫টি ব্রহ্মস কিনতে খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। এছাড়া অত্যাধুনিক কামান কেনার জন্য ব্যয় হবে ৮ হাজার ৫২৬ কোটি টাকা। এর আগে ২০২১ সালের জুলাই মাসে সামরিক ক্ষেত্রে আত্মনির্ভরতার জন্য ৭৬ হাজার ৩৯০ কোটি টাকা বরাদ্দ করেছিল প্রতিরক্ষামন্ত্রক। এর মধ্যে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল নৌবাহিনীর জন্য।

[আর পড়ুন: দুর্নীতির দাগ মোছার চেষ্টা? সিসোদিয়া-সত্যেন্দ্র জৈনদের বাংলো খালির নোটিস দিল AAP সরকার]

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বপ্নপূরণের’ পথে হাঁটতে গিয়ে গত ৫ বছরে অস্ত্র আমদানি কমেছে প্রায় ১১ শতাংশ। একই সময়সীমার মধ্যে প্রতিবেশী দেশ পাকিস্তান অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানি ১৪ শতাংশ বাড়িয়েছে। সম্প্রতি সুইডেনের সামরিক সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। মোদি সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে ‘স্বদেশি উৎপাদনে’ জোর দেওয়াতেই আমদানিতে ‘প্রভাব’ পড়েছে বলে মনে করা হচ্ছে। 

[আর পড়ুন: ৬ দিন আগে উদ্বোধন মোদির, খরচ ৮ হাজার কোটি, একরাতের বৃষ্টিতে ‘পুকুর’ সেই রাস্তা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে