Advertisement
Advertisement

সাহসিকতায় আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এই ভারতীয় মহিলার

তাঁর অসামান্য সাহসিকতাকে কুর্নিশ জানাল লন্ডনের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)৷

Radhika Menon, India's first female merchant Navy Captain won Bravery Award
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 7:47 pm
  • Updated:November 23, 2016 7:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের কথা না চিন্তা করে ভেবেছিলেন অন্যের কথা৷ মৃত্যুর ঝুঁকি নিয়ে দুনিয়ার সামনে চরম সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন৷ তিনি রাধিকা মেনন৷ এ দেশের প্রথম মার্চেন্ট নেভি ক্যাপ্টেন৷ তাঁর অসামান্য সাহসিকতাকে কুর্নিশ জানাল লন্ডনের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)৷

মঙ্গলবার সংস্থার তরফে রাধিকার হাতে তুলে দেওয়া হয় আন্তর্জাতিক সাহসিকতার পুরস্কার৷ ঠিক কোন সাহসিকতার পরিচয় দিয়ে এমন বিরল সম্মান জিতে নিলেন এই ভারতীয় নারী? গত বছর বঙ্গোপসাগরে নৌকোডুবির শিকার হয়েছিলেন একদল মৎস্যজীবী৷ সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে সাতজন মৎস্যজীবীর প্রাণ বাঁচিয়েছিলেন রাধিকা৷ আর সেই কারণে আইএমও-র তরফে প্রথম কোনও ভারতীয় মহিলাকে এই সম্মান দেওয়া হল৷ তাঁর এই পুরস্কার ভবিষ্যতে মহিলাদের আরও সাহসী পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে বলে আশা লন্ডনের সংস্থাটির৷

Advertisement

মার্চেন্ট নেভি ক্যাপ্টেন হওয়ার পর প্রথমবার সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন রাধিকা৷ ভারতীয় শিপিং কর্পোরেশনে রেডিও অফিসার হিসেবে কাজ শুরু করেছিলেন৷ তারপর মার্চেন্ট নেভির জাহাজ এমটি সম্পূর্ণা স্বরাজ্যের ক্যাপ্টেন হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন কেরালার কন্যা৷ লন্ডনের সংস্থার থেকে সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করে আপ্লুত রাধিকা নিজেও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ