Advertisement
Advertisement
Reels

রিল ভাইরাস, ট্রেনের চালকের আসনে বসে ভিডিও! কড়া পদক্ষেপ পুলিশের

এই ধরনের ঘটনার রিপোর্ট করতে নম্বর প্রকাশ করেছে রেল।

Railway Police arrested two youths who were making reels sitting on the train drivers seat
Published by: Amit Kumar Das
  • Posted:August 11, 2024 1:59 pm
  • Updated:August 11, 2024 1:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেশন, ট্রেনের কামরা এমনকি রেল লাইন ভারতীয় রেল যেন সোশাল মিডিয়ায় আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এবার ‘রিল ভাইরাস’ ঢুকে পড়ল ট্রেনের ড্রাইভার আসনেও। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিল রেল পুলিশ। ভিডিও-র সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের কাসারা স্টেশনের। রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মোটর ম্যানের কেবিনে প্রবেশ করেন দুই যুবক। এর পর কেবিনের মধ্যে রিল বানানো হয়। ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নজরে পড়ে পুলিশের। শুরু হয় তদন্ত। এর পর যে দুই যুবক ভিডিও বানিয়েছিল তাঁদের গ্রেপ্তার করে রেল পুলিশ। পাশাপাশি মধ্য রেলওয়ের তরফে এক ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ওই দুই অভিযুক্ত নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছেন। এবং আবেদন জানাচ্ছেন যেন এই ধরনের কাজ অন্য কেউ না করেন।

Advertisement

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডে ধৃত মানসিক রোগী? ‘প্যারাফিলিক ডিসঅর্ডারে’র সম্ভাবনা দেখছেন মনোবিদ]

পাশাপাশি রেল পুলিশের তরফে সোশাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছে, ‘অনুগ্রহ করে নিয়ম লঙ্ঘন করবেন না। কাসারা স্টেশনে মোটরম্যানের কেবিনে বিনা অনুমতিতে প্রবেশ করে রিল বানানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে।’ পাশাপাশি রেলের তরফে জানানো হয়েছে, ‘মনে রাখবেন রিল বানানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নেবেন না। এই ধরনের কোনও ঘটনা দেখলে আমাদের রিপোর্ট করুন।’ এর সঙ্গে দুটি নম্বর দেওয়া হয়েছে রেলের তরফে 9004410735 অথবা 139। রেলের তরফে আরও জানানো হয়েছে, ওই দুই যুবকের কর্মকাণ্ড নজরে পড়ার পর অতি দ্রুত পদক্ষেপ নিয়েছে রেল পুলিশ।

[আরও পড়ুন: RG Kar হত্যাকাণ্ড: পরপর পাঁচ বিয়ে! প্রকাশ্যে ধৃতের কুকীর্তি]

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতীয় রেলের অন্যতম মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে রিল। ট্রেনের কামরা থেকে স্টেশন যুব সম্প্রদায়ের রিলের দাপট সহযাত্রীদের অস্বস্তির কারণ হয়ে উঠছে। রেলের পাশাপাশি মেট্রোতেও একই অবস্থা। পরিস্থিতিতে লাগাম টানতে বার বার সতর্কবার্তার পাশাপাশি কড়া পদক্ষেপও নিয়েছে রেল। যদিও পরিস্থিতিতে খুব বেশি পরিবর্তন আসেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ