Advertisement
Advertisement

Breaking News

Railways minister

বন্দে ভারতের পর আরও বড় চমক ভারতীয় রেলের! রেলমন্ত্রীর টুইটে বাড়ছে আগ্রহ

নতুন ট্রেনের ছবি পোস্ট রেলমন্ত্রীর।

Railways minister asks to guess train in the making. gives a hint | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 1, 2023 2:30 pm
  • Updated:June 1, 2023 2:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বন্দে ভারত এক্সপ্রেস’ দেশজুড়ে রমরমিয়ে চলেছে। এবার কি আরও বড় চমক দিতে চলেছে ভারতীয় রেল? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) টুইটে নয়া জল্পনা। রেলমন্ত্রী টুইটে ইঙ্গিত দিয়েছেন, এবার নয়া অত্যাধুনিক ট্রেন আনতে চলেছে রেল।

বুধবার টুইটারে রেলমন্ত্রী একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে অত্যাধুনিক একটি রেলের কোচ। এটি একটি ভিস্টাডোম কোচ। ন্যারো গেজের এই কোচটিতে যাত্রীদের জন্য রয়েছে বিশেষ এক্সিকিউটিভ আসন। চাকচিক্য, পরিপাটি করা কোচটির চবি দেখলেই বোঝা যাচ্ছে এটি একটি অত্যাধুনিক ট্রেনের কোচ। রেলমন্ত্রী জনসাধারণকে বলছেন, ‘এটি কোন ট্রেনের কোচ, আন্দাজ করুন।’ আন্দাজ করার জন্য তিনি নার্সারির কবিতা, ‘জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল’ কবিতার কথা উল্লেখ করেছেন।

[আরও পড়ুন: বাংলায় বাড়ছে পদোন্নতির সুযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি সরকারি কর্মীরা]

রেলমন্ত্রীর টুইটের পরই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি বন্দে ভারতের থেকেও আধুনিক কোনও ট্রেনের ঘোষণা করতে চলেছে ভারতীয় রেল? সরকারি সূত্রে অবশ্য তেমন কোনও খবর মেলেনি। আপাতত রেল সূত্রে খবর রেলমন্ত্রী যে ট্রেনটির কথা বলছেন, সেটি আসলে একটি পর্যটক স্পেশ্যাল ট্রেন। যা চলবে কালকা-শিমলা রুটে।

[আরও পড়ুন: ‘কেরালা স্টোরি দেখে…’ লাগাতার ধর্ষণ-ধর্মান্তকরণের চাপ প্রেমিকাকে, FIR দায়ের মডেলের]

জানা গিয়েছে, এই স্পেশ্যাল ভিস্টাডোম (Vista Dom) কোচটি তৈরি হয়েছে কপুরতলার রেল কোচ ফ্যাক্টারিতে। আসলে রেলমন্ত্রক (Rail Ministry) কালকা-শিমলা হেরিটেজ লাইনে এই বিশেষ ট্রেনটি চালাবে। যার সবকটি কোচই ভিস্টাডোম কোচ। এর মধ্যে ১২টি এসি এক্সিকিউটিভ ক্লাস কোচ। এতে আসন সংখ্যা মাত্র ১২টি। একটি এসি চেয়ার কার থাকছে, যার আসন সংখ্যা ২৪ এবং একটি নন-এসি চেয়ার কার থাকছে, যার আসন সংখ্যা ৩০। এই বিশেষ ট্রেনে হিমাচলের প্রাকৃতিক দৃশ্য ট্রেনে বসেই উপভোগ করা যাবে। এই ট্রেনটির কথাই সম্ভবত রেলমন্ত্রী টুইটে উল্লেখ করেছেন। তবে ট্রেনটির উদ্বোধনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ