Advertisement
Advertisement

Breaking News

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে ফিরতে চান না রাজন

আগামী ৪ সেপ্টেম্বর মেয়াদ ফুরনোর পর শিক্ষকতার পেশায় ফিরে যাবেন৷

Rajan says no to second term; to return to academia
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2016 6:48 pm
  • Updated:June 18, 2016 7:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বারের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(আরবিআই) গভর্নর পদে ফিরতে চান না রঘুরাম রাজন৷ শনিবার তিনি জানিয়ে দিলেন, আগামী ৪ সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার পর শিক্ষকতার পেশায় ফিরে যাবেন৷

আরবিআই কর্মীদের প্রতি এক খোলা চিঠিতে আজ একথা লিখেছেন রাজন৷ চিঠিতে লিখেছেন, “আপনাদের জানাতে চাই, গভর্নর পদের মেয়াদ শেষ হওয়ার পর আমি শিক্ষকতার চেনা জগতে ফিরে যেতে চাই৷” তবে তিনি এও লিখেছেন, “দেশের প্রয়োজনে যে কোনও কাজের জন্য আমি প্রস্তুত৷” কেন্দ্রীয় সরকারের সম্মতিতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ কর্মীদের প্রতি তাঁর বার্তা, “আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ভারতীয় মুদ্রার দামে স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছি বলে আমি গর্বিত৷”

Advertisement

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে রঘুরাম রাজনকে অপসারিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন বিজেপি নেতা সুব্রহ্ম্যণম স্বামী৷ তাঁর অভিযোগ, দেশের অর্থনীতির ক্ষতি করেছেন রাজন৷ রাজনের বিরুদ্ধে স্বামীর আরও বিস্ফোরক রয়েছে৷ রাজন নাকি মনেপ্রাণে ভারতীয় নন৷ জাতীয় স্বার্থেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত৷ ওয়াকিবহাল মহলের দাবি, ইউপিএ আমলে নিয়োগ হওয়া রাজনকে ঘিরে বিজেপির একাংশের নেতারা তুষ্ট নন বুঝতে পেরেই গভর্নর পদে ফেরার উৎসাহ দেখাচ্ছেন না রাজন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ