Advertisement
Advertisement
রাজস্থান

বন্ধ সীমান্ত! পরিযায়ী শ্রমিকদের বাস প্রবেশের অনুমতিতে ‘না’ যোগী সরকারের

যোগী সরকারের আচরণে দুঃখপ্রকাশ রাজস্থানের মুখ্যমন্ত্রীর।

Rajasthan minister says UP not allowing Migrant buses in state
Published by: Sucheta Chakrabarty
  • Posted:May 18, 2020 12:49 pm
  • Updated:May 18, 2020 12:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায় উত্তরপ্রদেশ! টানা দুই মাসের লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে শ্রমিকেরা। তবে হাজার চেষ্টা করেও মিলছে না রাজ্যে প্রবেশের অনুমতি। বন্ধ করে রাখা হয়েছে সীমান্ত! তাই দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না সুরাহা।

বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সীমান্ত। অনুমতি নেই রাজ্যে প্রবেশের। অথচ বাড়ি ফেরার অদম্য চেষ্টায় কেউ হাঁটছেন দিনের পর দিন। কেউ বা সিমেন্টের মিক্সচার মেশিনে গা ঢাকা দিচ্ছেন বাড়ি ফেরার লক্ষ্যে। কিন্ত যদি সীমান্তই বন্ধ করে দেওয়া হয় তাহলে কী উপায়? উত্তরপ্রদেশের সীমান্ত বন্ধ করে দেওয়ায় রাজস্থানেই (Rajasthan) আটকে রয়েছে পরিযায়ী শ্রমিকদের ৫০০টি বাস। রাজস্থানের পর্যটনমন্ত্রী ভিস্বেন্দ্র সিং বলেন, “লকডাউনের পর থেকে বাড়ি ফেরার জন্য মুখিয়ে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু উত্তরপ্রদেশ সীমান্ত বন্ধ থাকায় দুই রাজ্যের মাঝে পৌছেও বাড়ি ফিরতে পারলেন না শ্রমিকেরা। রাজস্থানের ভরতপুরেই আটকে থাকতে হল তাঁদের।” জানা যায়, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে দিতে গিয়ে গোটা একটি দিন সীমান্তের কাছে বাসগুলিকে অপেক্ষা করানো হয়। অবশেষে তা রাজস্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এখনও উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে মেলেনি পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর অনুমতি। পরে এই ঘটনার কথা জানতে পেরে টুইটে দুঃখপ্রকাশ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি টুইটে লেখেন, “এই রকমের আচরণ সত্যিই খুব দুঃখের। উত্তরপ্রদেশের সরকার রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাস প্রবেশে অনুমতি দিচ্ছেন না। ফলে ভিন রাজ্যের সরকার শ্রমিকদের ফেরাতে সহায়তার হাত বাড়িয়ে দিলেও অন্যত্র আটকে রয়েছেন শ্রমিকরা। গোটা দিন ঠায় রোদে অপেক্ষার পর তা রাজ্যে ফিরিয়ে আনি। সেই সময় অভুক্ত, অসহায় মানুষদের দেখলে যে কারোর মায়া হবে।”

Advertisement

[আরও পড়ুন:মেডিক্যাল কলেজের গাছতলায় টানা তিনদিন অভুক্ত বসে করোনা রোগীর স্ত্রী ও মেয়ে]

অন্যদিকে পরিযায়ীদের রাজ্যে ফেরাতে আজ সকালে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। জানা যায় তিনিই শ্রমিরকদের স্বার্থে এক হাজারটি বাসের ব্যবস্থা করেন। শ্রমিকদের রাজ্যে ফেরাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথমে আগ্রহী হলেও কেন তিনি সীমান্ত বন্ধ করে রেখেছেন তা অজানা। রাজস্থানের মুখ্যমন্ত্রীর টুইটেরও কোনও প্রত্যুতত্তর দেননি তিনি। রাজস্থানের পর্যটনমন্ত্রী ভিস্বেন্দ্র সিং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই সময়ে রাজনীতির উর্ধ্বে উঠে মানবিক হওয়ার আবেদন করেন।

Advertisement

[আরও পড়ুন:করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ, সতর্কতার কারণে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ নওয়াজউদ্দিনকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ