Advertisement
Advertisement

কাপুরুষরা পিছন থেকে হামলা চালায়, পাকিস্তানকে কটাক্ষ  রাজনাথের

“সন্ত্রাস ভিতুদের অস্ত্র৷ বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ চালানো কাপুরুষোচিত কাজ৷”

Rajnath slams Pak for ‘proxy war’ against India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 28, 2016 6:52 pm
  • Updated:October 28, 2016 6:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্রমাগত ভারতের বিরুদ্ধে আক্রমণ চালানোর ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং৷ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “সন্ত্রাস ভিতুদের অস্ত্র৷ বারংবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ চালানো কাপুরুষোচিত কাজ৷”

নয়্ডায় ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পাকিস্তানের কড়া সমালোচনা করলেন তিনি৷ বক্তৃতায় তিনি বলেন, “প্রতিবেশী দেশ যুদ্ধের কথা স্বীকার না করলেও বার বার ভারতের উপর হামলা চালাচ্ছে৷ ভারতের মোকাবিলা করতে সন্ত্রাসের সাহায্য নেওয়া কাপুরুষোচিত৷ যারা পিছন থেকে হামলা করে তারা কাপুরুষ৷”

Advertisement

ভারত-পাক সম্পর্ক নিয়ে বরাবরই সহিষ্ণুতা দেখিয়েছে ভারত৷ এবারও ভারতীয় সেনাবাহিনীর কাছে অকারণ হামলা না চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে৷ কিন্তু পাক সেনারা বরাবর সেই সহিষ্ণুতার অবমাননা করে হামলা চালিয়েছে৷ গত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীর সীমান্তে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য এদিন পাকিস্তানকেই দায়ী করেছেন মন্ত্রী৷ পাশাপাশি, তিনি এটাও জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের অতর্কিত হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ