BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

CAA’র প্রতিবাদে শামিল দেশের বিশিষ্টরা, মিছিল থেকে আটক রামচন্দ্র গুহ, যোগেন্দ্র যাদব

Published by: Paramita Paul |    Posted: December 19, 2019 1:46 pm|    Updated: December 19, 2019 2:40 pm

Ramachandra Guha was among 30 protesters detained in Bengaluru

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিকত্ব (সংশোধিত) আইনের(CAA) বিরুদ্ধে প্রতিবাদ মিছিল থেকে আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, যোগেন্দ্র যাদব, উমর খালিদ-সহ বহু বিশিষ্টজন। তাঁদের রীতিমতো হেনস্থা করা হয়। বিক্ষোভ রুখতে ইতিমধ্যে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো ১০টি শহরে জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করে দেওয়া হয়েছে ছোট-বড় জমায়েত। দিল্লির লালকেল্লার সামনে চারজনের বেশি নাগরিকের জমায়েতের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। রাজধানী দিল্লির একাধিক এলাকায় বন্ধ ইন্টারনেট, ফোন ও এসএমএসের সুবিধাও। বন্ধ দিল্লির ১৮টি মেট্রো স্টেশনও। এদিকে বিশিষ্টজনেদের আটকের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আটকের তীব্র নিন্দা করে আটকদের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।তাঁর কথায়, “ইতিহাসবিদদেরও ভয় পাচ্ছে কেন্দ্র সরকার।”

গত সপ্তাহেই সংসদের দুই কক্ষে পাশ হয়েছে নাগরিকত্ব (সংশোধি্ত) বিল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর তা আইনেও পরিণত হয়েছে। কিন্তু এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। এই আইনের বিরুদ্ধে সরব হয়েছেন তাবড়-তাবড় বিশিষ্ট জনেরাও। বৃহস্পতিবার কলকাতা, দিল্লি, মু্ম্বই, বেঙ্গালুরু-সহ ১০টি শহরে নাগরিকত্ব (সংশোধিত)আইনের(CAA)বিরুদ্ধে পথে নামতেন বিশিষ্টজনেরা। কিন্তু তার আগেই দেশজুড়ে কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছিল, দিল্লি-সহ একাধিক এলাকায় কোনও মিছিল, জমায়েত করা চলবে না।

[আরও পড়ুন :“আমি তো তখন নাবালক ছিলাম”, ফাঁসির মুখে দাবি নির্ভয়ার আরও এক ধর্ষকের]

বুধবারই দিল্লি পুলিশের তরফে লালকেল্লার কাছে জমায়েত নিষিদ্ধ করেছিল পুলিশ। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই নিষেধাজ্ঞা ভেঙে লালকেল্লার কাছে জমায়েত হয়েছিলেন। সেই জমায়েত থেকে বহু বিশিষ্টজনকে আটক করে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে যোগেন্দ্র যাদব টুইট করেন, “লালকেল্লার কাছ থেকে আমাকে-সহ হাজার খানেক প্রতিবাদীকে আটক করা হয়েছে। আরও অনেকে রাস্তায় রয়েছেন।” এদিকে প্রতিবাদীদের রাজধানীতে ঢোকা আটকাতে দিল্লি-গুরগাঁওয়ের সংযোগকারী রাস্তায় পুলিশি ব্যারিকেড তৈরি করা হয়। বহু রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বেলা বাড়তেই প্রতিবাদীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেওয়া হয় মোবাইল, ইন্টারনেট পরিষেবাও। মোবাইল সার্ভিস প্রোভাইডারদের তরফে টুইট করে জানানো হয়েছে, সরকারের নির্দেশেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে।  

[আরও পড়ুন :আমরা ইউপিএ জোটের অংশ নই, সামনায় দাবি শিব সেনার]

অন্যদিকে, বেঙ্গালুরুতে ১১ টা থেকে প্রতিবাদ মিছিল শুরু হওয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। এ প্রসঙ্গে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও জানান, “পুলিশি অনুমতি ছাড়াই প্রতিবাদ মিছিল করা হচ্ছে।” সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করা হয়। তিনি টুইট করে গোটা ঘটনার কথা জানিয়েছেন। তিনি এদিন সকালে বেঙ্গালুরুর টাউন হলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেইসময় তাঁকে আটক করা হয়।তাঁকে রীতিমতো টানা হ্যাঁচড়া করে পুলিশ।এ প্রসঙ্গে ইতিহাসবিদ বলেন, “সংবাদমাধ্যকে সংবিধান নিয়ে বলার সময় আমাকে আটক করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। তাও আটক করা হল। কেন্দ্রের নির্দেশেই এমন কাজ করা হয়েছে।”

    

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে