Advertisement
Advertisement
Hema Malini

হেমা মালিনীকে ‘কুরুচিকর’ খোঁচা সুরযেওয়ালার! বিজেপির অভিযোগে পাল্টা কংগ্রেস নেতারও

মথুরার বিজেপি প্রার্থীকে নিয়ে সুরযেওয়ালার মন্তব্যের ভিডিও ভাইরাল।

Randeep Surjewala's Objectionable remark against Hema Malini creates row

রণদীপ সুরযেওয়ালা ও হেমা মালিনী। ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:April 4, 2024 4:29 pm
  • Updated:April 4, 2024 5:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি নেত্রী হেমা মালিনীকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করলেন কংগ্রেস নেতা রণদীপ সুরযেওয়ালা। আর তার পরই তাঁকে আক্রমণ করল বিজেপি। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাত শিবিরের নেতা। তাঁর দাবি, তিনি যা বলেছেন তার ভিডিওটির টুকরো অংশ দেখিয়ে সত্যের অপলাপ করতে চাইছে বিজেপি আইটি সেল।

ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার মথুরার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ হেমা মালিনী। তার আগে বুধবার রাতে গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও শেয়ার করেন সোশাল মিডিয়ায়। সেখানে সুরযেওয়ালাকে হেমা সম্পর্কে ‘ছাপার অযোগ্য ভাষায়’ কুরুচিকর মন্তব্য করতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ঘিরেই শুরু হয় বিতর্ক। অমিত মালব্যের দাবি, ”কংগ্রেস সাংসদ রণদীপ সুরযেওয়ালা যা বলেছেন, তা অপমানজনক ও অবমাননাকর। কেবল হেমা মালিনীর জন্য নয়, উনি একজন সম্পন্ন ব্যক্তি, সমস্ত মহিলাদের জন্যই। এটাই রাহুল গান্ধীর কংগ্রেস (Congress)। নারীবিদ্বেষী ও মহিলাদের জন্য ঘৃণা উদ্রেককারী।”

Advertisement

[আরও পড়ুন: মাটি খুঁড়তেই মুঘল আমলের রুপোর মুদ্রা! সংগ্রহ করতে হুড়োহুড়ি গ্রামবাসীদের]

এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সুরযেওয়ালার মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে বলেছেন, ”বিরোধীরা হেমা মালিনীর বিরুদ্ধে প্রার্থী দাঁড় না করাতে পেরে তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে শুরু করেছে।”

[আরও পড়ুন: বিষ্ণুপ্রসাদ ও জন বার্লা ‘কাঁটায়’ বিদ্ধ বিজেপি! কাল মোদির সভায় যাবেন মন্ত্রী?]

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন সুরযেওয়ালা (Randeep Surjewala)। তাঁর কথায়, ”আমার কোনও উদ্দেশ্যই ছিল না হেমা মালিনীকে (Hema Malini) অপমান করার। আমি তো পরিষ্কার বলেছি হেমাকে শ্রদ্ধা করার কথা। আসলে বিজেপি নারীবিরোধী। তাই সব কিছুকেই নারীবিদ্বেষী চশমায় দেখে আর ইচ্ছা করে মিথ্যে ছড়ায়।” পাশাপাশি তাঁর খোঁচা, সরকারের ‘কৃষকবিরোধী’, ‘যুববিরোধী’ নীতি থেকে সকলের নজর ঘোরানোই বিজেপির (BJP) আসল উদ্দেশ্য। তাঁর কটাক্ষ, ”বিজেপির এই সব নেতারা কখনও প্রশ্ন তোলেন না, প্রধানমন্ত্রী মোদি (PM Modi) কেন বলেন ‘৫০ কোটির প্রেমিকা’, কেন তিনি এক মহিলা মুখ্যমন্ত্রীকে ‘শূর্পণখা’ বলেন, কেনই বা ‘কংগ্রেসের বিধবা’র মতো শব্দবন্ধ ব্যবহার করেন? কিংবা কংগ্রেস নেতৃত্বকে ‘জার্সি গরু’ বলে গালি দেন?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ