Advertisement
Advertisement

বাজেটের পরেই রেপো রেট ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের, কতটা সুবিধা পেলেন আমজনতা?

বৃহস্পতিবার মনিটারি পলিসির বৈঠকের পরে রেপো রেট ঘোষণা করেন আরবিআই গভর্নর।

RBI announces fresh Repo Rate, unchanged for sixth time in a row | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 8, 2024 10:47 am
  • Updated:February 8, 2024 10:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই ঋণগ্রহীতাদের জন্য স্বস্তি। টানা ছবার রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ। বৃহস্পতিবার মনিটারি পলিসির বৈঠক শেষে এই কথা জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।

মুদ্রাস্ফীতির (Inflation) মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাঙ্ক (RBI)। ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। নতুন অর্থবর্ষের ঠিক আগেই আবারও রেপো রেট অপরিবর্তিত রাখার পথেই হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)।

[আরও পড়ুন: লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, মমতার পথে হেঁটেই দিল্লিতে ধরনা দক্ষিণের তিন রাজ্যের]

গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে করছাড়ের উর্ধ্বসীমা বাড়েনি। তাই মধ্যবিত্ত ঋণগ্রহীতাদের বিশেষ নজর ছিল রেপো রেটের সিদ্ধান্তের দিকে। তাঁদের স্বস্তি দেবে এদিনের সিদ্ধান্ত। রেপো রেটে কোনও পরিবর্তন না হওয়ার ফলে গাড়ি-বাড়ি ও অন্যান্য ক্ষেত্রে ইএমআই বাড়বে না বলেই ধরে নেওয়া যায়।

এদিনের বিবৃতিতে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, এমন আর্থিক নীতি গ্রহণ করতে হবে যেটা মুদ্রাস্ফীতি কমাতে কার্যকর। এদিন মনিটারি পলিসির বৈঠকে পাঁচ সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছেন। উইথড্রয়াল অফ অ্যাকোমোডেশনের পথে হাঁটছে আরবিআই। অর্থাৎ কোভিডের সময়ে অর্থনীতিকে সচল রাখতে রিজার্ভ ব্যাঙ্ক যেভাবে বাজারে অর্থের জোগান দিয়েছিল, এবার ধীরে ধীরে সেটা কমিয়ে নেওয়া হবে।

[আরও পড়ুন: আইএএসের সন্তান, তবু কেন সংরক্ষণ? পাঞ্জাবকে সুপ্রিম কোর্টের প্রশ্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ