Advertisement
Advertisement

বাতিলেই ভর্তি ঘর, নয়া নোট ছাপানো বন্ধ করল RBI

নয়া গেরো!

RBI not to print new notes over space dearth
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2017 8:10 am
  • Updated:September 25, 2019 3:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের বর্ষপূর্তি। গতবছর এই সময়ই সাধারণ মানুষ কাতারে কাতারে ব্যাঙ্কে লাইন দিয়েছে। জমা পড়েছে বাতিল নোট। বছর ঘুরে দেখা যাচ্ছে সেই নোটেই ভর্তি কেন্দ্রীয় ব্যাঙ্কের ঘর। সিন্দুক ঠাসা। অতএব নতুন নোট ছাপানোয় খানিকটা লাগাম টানতে হয়েছে।

এটিএমে লেনদেন বেড়েছে ২৭ শতাংশ, সংশয়ে নোট বাতিলের সাফল্য ]

Advertisement

তথ্য মোতাবেক, প্রায় ৯৯ শতাংশ বাতিল নোটই সরকারের কাছে ফিরে গিয়েছে। কোন উপায়ে তা ফিরেছে তা আলাদা প্রসঙ্গ। কালো টাকার সমান্তরাল অর্থনীতি চলছিল কিনা, তাও পৃথক বিবেচনার বিষয়। কিন্তু ফিরে আসা টাকার দেখভাল করতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ককেই। এ ব্যাপারে যাঁরা কাজ করছেন, সেই মহলেরই ঘনিষ্ঠ এক ব্যক্তি জানাচ্ছেন, এই মুহূর্তে আরবিআই-এর সিন্দুগুলি বাতিল নোটে ঠাসা। ফলে সাময়কি ভাবে নতুন নোট ছাপানোর কাজে বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোট গণনা ও ভেরিফিকেশনের কাজে বেশ খানিকটা সতর্ক আরবিআই। ফলে সময় লেগেছে। এই কিছুদিন আগে পর্যন্ত নতুন নোট গণনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতেই হিমশিম খেতে হয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ককে। সুতরাং পুরনো নোট বাতিল হলেও সেগুলোই যে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতেই বাজারে একের পর এক চালু হয়েছে নোট। যতই ডিজিটাল ইকোনমির স্বপ্ন দেখানো হোক না কেন, আদতে এটিএম ট্রানজাকশনের পরিমাণ বেড়েছে প্রায় সাতাশ শতাংশ। ফলে নতুন নোটও ছাপাতে হয়েছে। এই দুয়ের টানাপোড়েনে কার্যত নাভিশ্বাস উঠছে কেন্দ্রীয় ব্যাঙ্কের। আর তাই আপাতত নতুন নোট ছাপানোয় বিরতি বলেই জানা যাচ্ছে বিশেষ সূত্র মারফত। তবে আরবিআই এখনই এ নিয়ে কোনও বিবৃতি দিতে নারাজ।

Advertisement

নোট বাতিল ‘স্ক্যাম’ নয় ‘মিরাকল’, মমতাকে বোঝাবেন কেন্দ্রীয় মন্ত্রী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ