Advertisement
Advertisement
Repo rate

ফের রেপো রেট বৃদ্ধি রিজার্ভ ব্যাংকের, সমস্ত ঋণেই বাড়তে পারে EMI

ঋণগ্রহীতাদের চাপ আরও বাড়ল।

RBI raises repo rate by 35 bps। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 7, 2022 10:53 am
  • Updated:December 7, 2022 11:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক (RBI)। বুধবার ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এর ফলে রেপো রেট (Repo Rate) বৃদ্ধির হার ৬.২৫ শতাংশে গিয়ে দাঁড়াল। এর ফলে গাড়ি বা গৃহঋণের ইএমআই আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাড়তে পারে অন্যান্য ঋণের ইএমআইও।

সারা বিশ্বেই আর্থিক অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে রেপো রেট বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক নীতি কমিটির বৈঠকেই এই রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বরে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল রেপো রেট। যার ফলে ৫.৯ শতাংশে গিয়ে দাঁড়িয়েছিল বৃদ্ধির হার। এবার তা আরও বাড়ল।

Advertisement

[আরও পড়ুন: দেশজুড়ে ছড়ানো মধুচক্রের জালে স্তম্ভিত পুলিশ! উদ্ধার হওয়া ১৪ হাজার মহিলার অর্ধেকই বাংলার]

এর আগে মে মাসে রেপো রেট বেড়েছিল ৪০ বেসিস পয়েন্ট। পরে জুনে ফের তা ৫০ বেসিস পয়েন্ট বাড়ে। অর্থাৎ গত কয়েক মাসে লাগাতার বেড়েই চলেছে রেপো রেট। এর ফলে সামগ্রিক ভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছে। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হার টানা বেড়ে চলেছে।

তবে আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে পাল্লা দিতে এছাড়া পথ খোলা নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এদিকে টাকার দাম ডলারপিছু ৮০-র ঘরেই রয়েছে। এর ফলে বিরোধীদের আক্রমণের মুখে পড়ছে কেন্দ্র। সব মিলিয়ে নিজেদের অবস্থান সুরক্ষিত করতে বারবার ঋণের সুদ বাড়িয়ে চলেছে কেন্দ্র। 

[আরও পড়ুন: প্রেমিকাকে খুন করে ব্যাগবন্দি দেহ ড্রামে লুকিয়ে রাখে যুবক, খোঁজ মিলল দেড় বছর পর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ