Advertisement
Advertisement

Breaking News

এবার মোদির নামও জপতে রাজি কেজরিওয়াল

বলেন কী কেজরি?

Ready to chant the name of Modi if note ban eliminates corruption: Kejriwal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 1:21 pm
  • Updated:August 12, 2021 6:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোদি মোদি’ জপ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! শুনে চমকে যাচ্ছেন? সেটাই হয়তো স্বাভাবিক৷ যে ব্যক্তি এতদিন পর্যন্ত মোদির বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক তোপ দেগেছেন তিনি কিনা ‘মোদি’ নাম জপার কথা বললেন৷

রবিবার নোট বাতিল ইস্যুতে কথা বলতে গিয়ে আম আদমি পার্টি সুপ্রিমো বলেছেন, “নোট বাতিল যদি দেশ থেকে সত্যিই দুর্নীতি দূর করতে পারে, তবে মোদির নাম জপ করতেও রাজি৷” বিবৃতিতে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে৷”

Advertisement

নোট বাতিলের বিরোধিতায় এদিনও সরব হন কেজরি৷ মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে গোটা বিষয়ের সঙ্গে সমঝোতা করতে বলছেন অথচ তিনি নিজে দিনে তিন বার পোশাক পরিবর্তন করেন৷” মোদির এই সিদ্ধান্তের জন্য কৃষক, শ্রমিক এবং খুচরো ব্যবসায়ীরা কাজ হারাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি৷

Advertisement

সম্প্রতি দেশে প্লাস্টিক মানি ব্যবহারকে আরও সহজ করতে দেশবাসীকে উদ্বুদ্ধ করছেন প্রধানমন্ত্রী৷ মোদির এই কাজকেও কটাক্ষ করেন কেজরি৷ বিজেপির ফান্ডে সবচেয়ে বেশি নগদ টাকা চাঁদা হিসাবে জমা পড়ে বলে অভিযোগ করেন তিনি৷ দেশে পরিবর্তন আনতে এবং দুর্নীতি দূর করতে বিজেপির পক্ষ থেকে সবার আগে চাঁদার টাকা নগদে নেওয়া বন্ধ করা উচিত বলে তিনি মন্তব্য করেন৷

পাশাপাশি, এদিন কেজরি বলেন কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযান, সার্জিক্যাল স্ট্রাইক এবং বিশ্ব যোগ দিবসকে পূর্ণ সমর্থন করেছে আম আদমি পার্টি৷ দেশের জনসাধারণের উন্নয়নের যে কোনও কাজে পাশে থাকবে দল৷ কিন্তু মানুষের ক্ষতি করতে পারে এমন কোনও সিদ্ধান্তকেই সমর্থন করা হবে না বলে জানিয়েছেন আপ সুপ্রিমো৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ