Advertisement
Advertisement

Breaking News

GST

জিএসটি আদায়ে নজির, রাজ্যগুলি থেকে একমাসে বিপুল আয় কেন্দ্রের

জিএসটি আদায়ের নজির দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Record GST collected on April 2023, 12 percent hike than last year | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 1, 2023 9:12 pm
  • Updated:May 1, 2023 9:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক মাসে রেকর্ড পরিমাণ জিএসটি (GST) জমা পড়েছে কেন্দ্রের কাছে। সোমবার বিবৃতি জারি করে এই কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ১.৮৭ লক্ষ কোটি টাকা জিএসটি আদায় করেছে কেন্দ্র। মাসিক হিসাবের ক্ষেত্রে ইতিহাস গড়েছে গত মাসে সংগৃহীত জিএসটির অঙ্ক। নজির গড়ার পরে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

২০২২ সালের এপ্রিল মাসেও জিএসটির পরিমাণে নজির গড়েছিল। সেই মাসে মোট ১.৬৮ লক্ষ কোটি টাকার জিএসটি সংগ্রহ করেছিল কেন্দ্র। এক বছরের মধ্যে প্রায় ১২ শতাংশ বেড়েছে কর আদায়ের পরিমাণ। চলতি অর্থবর্ষের প্রথম মাসেই সব নজির ভেঙে দিয়েছে জিএসটির অঙ্ক। দেশের অন্দরে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে জিএসটির অঙ্ক বেড়েছে ১৬ শতাংশ। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের এপ্রিল মাসে সিজিএসটি বাবদ ৪৫ হাজার কোটি টাকা জমা পড়েছে। এসজিএসটি বাবদ কেন্দ্র আয় করেছে ৩৭ হাজার কোটি টাকা।

Advertisement

[আরও পড়ুন: ‘এটা কোনও বাহাদুরির কাজ নয়’, মেয়ের গ্রেপ্তারিতে ইডিকে তুলোধনা অনুব্রতর]

শুধু মাসিক ক্ষেত্রে নয়, দৈনিক জিএসটি আদায়েও রেকর্ড গড়েছে ২০২৩ সালের এপ্রিল মাস। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, গত ২০ এপ্রিল জিএসটি বাবদ মোট ৬৮ কোটি ২২৮ টাকা জমা পড়েছে। ৯ কোটি ৮০ লক্ষ করদাতা ওইদিন জিএসটি জমা দিয়েছেন। ২০২২ সালে একই দিনে এই করের পরিমাণ ছিল ৫৭ হাজার ৮৪৬ কোটি টাকা। নজির গড়ার দিনে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “ভারতীয় অর্থনীতিতে সুখবর। করের হার কম থাকা সত্বেও এত বেশি পরিমাণে জিএসটি জমা পড়েছে, এটাই সবচেয়ে বড় সাফল্য।”

Advertisement

রাজ্য হিসাবে সবচেয়ে বেশি জিএসটি সংগ্রহ হয়েছে মহারাষ্ট্র থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। অর্থবর্ষের প্রথম মাসেই কর আদায়ের সাফল্যে উচ্ছ্বসিত দেশের অর্থনৈতিক মহল। আগামী মাসগুলিতেও জিএসটি আদায়ের পরিমাণ আগের তুলনায় অনেক বাড়বে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: ধোনির পরে চেন্নাইয়ের ক্যাপ্টেন কে? আক্রম জানিয়ে দিলেন তাঁর পছন্দ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ