Advertisement
Advertisement
IPL IPL 2023 Wasim Akram

ধোনির পরে চেন্নাইয়ের ক্যাপ্টেন কে? আক্রম জানিয়ে দিলেন তাঁর পছন্দ

কার কথা বললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক?

Wasim Akram has namedropped MS Dhoni's successor at CSK amid the IPL 2023 । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 1, 2023 2:32 pm
  • Updated:May 1, 2023 2:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির (MS Shoni) পরে কে নেতা হবেন চেন্নাই সুপার কিংসের (CSK)? কার হাতে উঠতে পারে নেতৃত্বের ব্যাটন? ধোনি-পরবর্তী সময়ে সিএসকে-র ক্যাপ্টেন কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা। কেরিয়ারের একেবারে শেষপ্রান্তে পৌঁছে গিয়েছেন ধোনি।

এবারের মেগা টুর্নামেন্টের বল গড়ানোর আগে থেকেই বলা হচ্ছে, এবারের টুর্নামেন্টের পর ধোনিকে আর আইপিএলের কক্ষপথে দেখা যাবে না। ধোনি সরে গেলে চেন্নাই শিবিরে বিশাল এক গহ্বর তৈরি হবে। তাঁর মতো দক্ষ অধিনায়কের বিকল্প কি খুঁজে পাবে সিএসকে? পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম মনে করেন ধোনি সরে গেলে সিএসকে শিবির অজিঙ্ক রাহানের (Ajinkay Rahane) হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দিতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাদের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না’, গিলদের ছাড়া নিয়ে সাফাই কেকেআর সিইও-র]

 

আক্রমের মতে, এবারের টুর্নামেন্টের শেষের দিকে ধোনি যদি বিদায় জানান, তাহলে রাহানেই হতে পারে মাহির যোগ্য উত্তরসূরি। আক্রম বলছেন, ”২০২২ সালের আইপিএলে সিএসকে রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেন করেছিল। তাতে দেখা গিয়েছিল জাদেজার নিজস্ব পারফরম্যান্সই খারাপ হচ্ছে। সিএসকে ক্যাপ্টেন বদলে ফেলে। আমার মতে রাহানে ছাড়া দ্বিতীয় কোনও অপশন এই মুহূর্তে সিএসকে-র হাতে নেই। রাহানে ধারাবাহিক ভাবে রান করছে আর ও স্থানীয় প্লেয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে স্থানীয় প্লেয়াররাই ক্যাপ্টেন হিসেবে বেশি সফল হয়।”

Advertisement

এবারের টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছেন রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জাতীয় দলে ডাক পেয়েছেন অজিঙ্কে রাহানে। চেন্নাই সুপার কিংস পয়েন্ট তালিকায় এখন চার নম্বরে। ফাইনাল এখনও ঢের দেরি। আক্রম মনে প্রাণে চান এবারের আইপিএল জিতুক ধোনির দল। আক্রম বলেন, ”ধোনি সরে গেলে চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার আদর্শ ব্যক্তি হতে পারে রাহানেই। সিএসকে-র হয়তো নিজস্ব কোনও পরিকল্পনা রয়েছে। চেন্নাই এমন একটা ফ্র্যাঞ্চাইজি যারা অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়। স্টিফেন ফ্লেমিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলের সংস্কৃতি সবচেয়ে ভাল জানে ফ্লেমিং। প্লেয়ারদেরও ফ্লেমিংয়ের উপরে আস্থা রয়েছে।”

[আরও পড়ুন: কুস্তিগিরদের প্রতিবাদ নিয়ে প্রশ্ন উঠতেই অপ্রস্তুত কিংবদন্তি, বিতর্ক এড়ালেন মেরি কম]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ