BREAKING NEWS

১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘হিন্দুত্বের আবেগ কমছে, চাই অখণ্ড ভারত’, দাবি RSS প্রধান মোহন ভাগবতের

Published by: Biswadip Dey |    Posted: November 28, 2021 3:58 pm|    Updated: November 28, 2021 3:58 pm

RSS chief Mohan Bhagwat Says, no India without Hindus, no Hindus without India। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে তিনি বলেছিলেন, দেশের প্রতিটি নাগরিকই আসলে হিন্দু (Hindu)। কেননা তাদের পূর্বপুরুষ এক। ফের বিতর্কিত মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। যার সারমর্ম হল ভারত ও হিন্দুত্বকে পরস্পরের থেকে আলাদা করা যায় না। তবে দেশে হিন্দুত্ব নিয়ে আবেগ কমছে বলেই মত তাঁর।

ঠিক কী বলেছেন প্রবীণ আরএসএস নেতা? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”হিন্দু ছাড়া ভারত হতে পারে না। আবার ভারত ছাড়াও হিন্দু হতে পারে না। এটাই হিন্দুত্বের মূল কথা। আর সেই কারণেই ভারত হিন্দুদের দেশ।”  এ্রপ্রসঙ্গে তিনি বলেন, ”আপনারা দেখেছেন হিন্দুত্বের শক্তি ও সংখ্যা দুই-ই কমছে। অথবা বলতে গেলে হিন্দুত্ব নিয়ে আবেগ কমছে। যদি হিন্দুদের হিন্দু থাকতে হয় তাহলে ভারতকে ‘অখণ্ড’ হতে হবে।”

[আরও পড়ুন: Mann ki Baat: ‘ক্ষমতায় থাকতে চাই না, সেবা করতে চাই’, ‘মন কি বাতে’ বললেন মোদি]

দেশভাগ নিয়েও কথা বলতে শোনা গিয়েছে মোহন ভাগবতকে। তিনি জানিয়েছেন, ”দেশভাগের ফলে দেশ টুকরো হয়ে গেল। জন্ম নিল পাকিস্তান। আমরা ভুলে গিয়েছিলাম আমরা হিন্দু, তাই এমনটা হয়েছিল। মুসলিমরাও এটা ভুলে গিয়েছিল। যাঁরা নিজেদের হিন্দু বলে দাবি করত, প্রথমে তাঁদের শক্তিক্ষয় হয়েছিল। পরে তাঁদের সংখ্যাও কমতে শুরু করেছিল। আর সেই জন্য়ই পাকিস্তান আর ভারতের অংশ থাকেনি।”

এর আগে এক বই উদ্বোধনের অনুষ্ঠানে মোহন ভাগবত দাবি করেছিলেন, ”দেশভাগের সময় ভারতকে কতটা যন্ত্রণা সইতে হয়েছিল তা যেন ভোলা যায় না।” সেই সময়ই তিনি দেশভাগের সিদ্ধান্ত না হলে কী হত সেকথাও বলেছিলেন। এবার তাঁর কথায় অখণ্ড ভারতের আইডিয়ার সঙ্গে হিন্দুত্ব ও ভারতের আইডিয়াকে মিশে গেল।

[আরও পড়ুন: মুম্বই সফরে মমতার সঙ্গী অভিষেক, শরদ পওয়ার-উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের সম্ভাবনা]

গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ”হিন্দু শব্দটির সঙ্গে মাতৃভূমি সমতুল্য। একই ভাবে পূর্বপুরুষ ও ভারতীয় সংস্কৃতিও সমতুল্য। এতে অন্য মতামতের অসম্মান হয় না। আমাদের ভারতীয় আধিপত্য অর্জনের ক্ষেত্রে চিন্তা করতে হবে, মুসলিম আধিপত্য নয়।”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে