Advertisement
Advertisement
RSS BJP

বঙ্গ বিজেপিতে রদবদল? রাজ্যের সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠকে বসতে পারে RSS নেতৃত্ব

বিজেপির পাখির চোখ ২০২৪ সালের লোকসভা ভোট ।

RSS likely to hold meeting with MPs from West Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 3, 2021 5:38 pm
  • Updated:August 3, 2021 6:12 pm

সুদীপ রায়চৌধুরী: নজরে ২০২৪। তার আগে হতে পারে বঙ্গ বিজেপির (Bengal BJP) সাংগঠনিক রদবদল। সেই দিকে নজর রেখেই মঙ্গলবার সন্ধেয় দিল্লির কনস্টিটিউশন হলে বাংলার সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে হবে আলোচনা। সেখানে হাজির থাকতে পারেন আরএসএস (RSS) নেতারাও। তাঁদের উপস্থিতি বাড়িয়েছে জল্পনা। 

এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিজেপি সাংসদদের দেখা করার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী সময় দিতে পারেননি। বরং প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ধর্মেন্দ্র প্রধান তাঁদের সঙ্গে দেখা করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যও। এদিন সন্ধেয় দিল্লির কনস্টিটিউশন হলে ফের বৈঠকে বসতে চলেছেন বাংলার সাংসদরা। সেখানে থাকবেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক শিবপ্রকাশ। থাকতে পারেন বি এল সন্তোষও। আরএসএসের শীর্ষনেতারাও সেখানে থাকতে পারেন বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক’, দিল্লির নাবালিকা ধর্ষণ কাণ্ডে শাহকে তোপ Abhishek-এর]

একুশের ভোট মিটে গিয়েছে। বিজেপির এখন পাখির চোখ ২০২৪ সালের লোকসভা ভোট। তার আগে বাংলার সংগঠন মজবুত করতে চাইছে গেরুয়া শিবির। ইতিমধ্যে রাজ্যের বিধানসভা ভোটের পর থেকেই অন্তর্দ্বন্দ্বে ভুগছে বঙ্গ বিজেপি। মুকুল রায়ের মতো একাধিক নেতা দল ছেড়েছে। আবার রাজ্যের চার জন মন্ত্রী হয়েছেন। তাঁদের কাঁধেও সংগঠনের দায়িত্ব ছিল। ফলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে নতুনদের কাঁধে দায়িত্ব দেওয়া হতে পারে। সূত্রের খবর, চলতি মাসের তৃতীয় সপ্তাহে রাজ্য বিজেপির সাংগঠনিক রদবদল হতে পারে। উঠে আসতে পারে একাধিক নতুন মুখ। আবার বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) মতো নেতাদের নিয়েও নতুন করে ভাবনাচিন্তা করা হতে পারে। এদিনের বৈঠকে এসমস্ত বিষয় উঠে আসতে পারে বলে খবর। তবে এই বৈঠকে আরএসএস নেতৃত্বের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক’, দিল্লির নাবালিকা ধর্ষণ কাণ্ডে শাহকে তোপ Abhishek-এর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ