Advertisement
Advertisement
Sakshi Malik

‘দেশের মেয়েরা হেরে গেল’, ব্রিজভূষণের ছেলে টিকিট পাওয়ায় হতাশ সাক্ষী

ব্রিজভূষণের ছেলেকে উত্তরপ্রদেশে টিকিট দিয়েছে বিজেপি।

Sakshi Malik feels sad after son of Brij Bhushan gets Lok Sabha ticket

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 3, 2024 10:23 am
  • Updated:May 3, 2024 10:33 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা কুস্তিগিরদের হেনস্তাকারীর ছেলেকে লোকসভায় টিকিট দিয়েছে বিজেপি (BJP)। এই ঘটনায় স্বভাবতই হতাশ কুস্তিগির মহল। অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিকের কথায়, বিজেপির এই সিদ্ধান্তে হেরে গেলেন দেশের মেয়েরা। জয় হল হেনস্তাকারী ব্রিজভূষণের। উল্লেখ্য, উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ থেকে ব্রিজভূষণ শরণ সিংয়ের পুত্র করণভূষণ সিংকে প্রার্থী করেছে বিজেপি।

প্রভাবশালী জাঠ নেতা, কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণকেই (Brij Bhushan Sharan Singh) টিকিট দিতে চেয়েছিল গেরুয়া শিবির। তবে যৌন হেনস্তায় অভিযুক্ত নেতাকে টিকিট দেওয়া নিয়ে সংশয় ছিল দলের অন্দরেই। আদালতের দ্বারস্থ হয়েও যৌন হেনস্তার অভিযোগে নির্দোষ প্রমাণিত হতে পারেননি ব্রিজভূষণ। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) প্রার্থী করা হয়েছে তাঁর ছেলেকে। তবে এই সিদ্ধান্তে খুশি ব্রিজভূষণ। ছেলের মনোনয়ন পাওয়া প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ”দল আমাদের চেয়ে বড়। এই সিদ্ধান্তে আমি খুশি।”

Advertisement

[আরও পড়ুন: আদানির ৬ সংস্থাকে শোকজ নোটিস সেবির, একাধিক নিয়মভঙ্গের অভিযোগ

প্রসঙ্গত, সম্প্রতি টিকিট না পেয়ে ‘অস্থির’ ব্রিজভূষণ মিডিয়াকে দুষেছিলেন। সরাসরি সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তুলে তিনি বলেছিলেন, ”আপনাদের অত ভাবতে হবে না। আমার প্রার্থী হওয়ার ঘোষণা হতে দেরি হচ্ছে কেবল আপনাদের জন্য।” অন্যদিকে, এমন প্রভাবশালী নেতাকে উপেক্ষা করা কঠিন ছিল বিজেপির পক্ষে। তাই শেষপর্যন্ত তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য হয়ে যেতেই তাঁর ছেলেকে প্রার্থী করল দল।

এবার বিজেপির প্রার্থী নিয়ে মুখ খুললেন সাক্ষী (Sakshee Malikkh)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “দেশের মেয়েরা হেরে গেলেন। জয় হল ব্রিজভূষণের। আমাদের কেরিয়ার প্রশ্নের মুখে ফেলে দিনের পর দিন রাস্তায় শুয়ে থেকেছি। কিন্তু এখনও ব্রিজভূষণ গ্রেপ্তার হলেন না। আমরা তো কিছুই চাইনি। শুধু বিচারের আশা করেছিলাম।” সাক্ষীর প্রশ্ন, রামের নামে তো বিজেপি ভোট চায়। তাহলে রামের আদর্শ মানতে সমস্যা কেন?

[আরও পড়ুন: কষ্টের ‘স্মৃতি’ ভুলে রায়বরেলিতে রাহুল, আমেঠিতে নয়া মুখ কংগ্রেসের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement