Advertisement
Advertisement
বিজেপি বিধায়ক

দলিতকে বিয়ে, মেয়ে-জামাইকে ‘খুনের চক্রান্ত’ বিজেপি বিধায়কের

বিজেপি বিধায়ক যদিও অভিযোগ খারিজ করেছেন৷

Sakshi Misra tells her father, a BJP leader, that she faces threat to her life
Published by: Sayani Sen
  • Posted:July 11, 2019 5:03 pm
  • Updated:July 11, 2019 5:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল৷ ছেলে দলিত পরিবারের সন্তান হওয়ায় উঁচু জাতের মেয়ের বিয়ে করা অনুচিত বলেই জানিয়েছিলেন পরিজনেরা৷ তবে তাতে কান দেননি তরুণী৷ নিজের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে করে নিয়েছিলেন৷ কিন্তু নববধূর অভিযোগ, বিবাহিত জীবনের শান্তি নষ্ট করছেন তাঁর বিধায়ক বাবা৷ নবদম্পতিকে খুন করতে বাবা গুন্ডা লাগিয়েছে বলেও অভিযোগ তাঁর৷ উত্তরপ্রদেশের বরেলির বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রর মেয়ের অভিযোগের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল৷ যদিও চাপের মুখে অভিযোগ অস্বীকার করেন গেরুয়া শিবিরের নেতা৷

[ আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং ছেড়ে ধরলেন স্টিয়ারিং, স্রোতের বিপরীতে হেঁটে লাইমলাইটে মহিলা বাসচালক]

দাদার বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রর মেয়ে সাক্ষী মিশ্রের৷গত বৃহস্পতিবার অজিতেশ নামের ওই যুবককে বিয়ে করেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন সাক্ষী৷ তাতে দেখা যাচ্ছে, ‘‘আমি অজিতেশ কুমারকে বিয়ে করেছি। আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। শুধুমাত্র স্টাইলের জন্য আমি সিঁদুর পরিনা৷ বাবার জন্য জীবন বিপন্ন৷ আমার বাবা আমাদের পিছনে গুন্ডা লাগিয়েছেন। আমরা পালিয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত। পুলিশের কাছে আবেদন, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।’’ এরপর স্বামী অজিতেশকে পাশে নিয়েও একটি ভিডিও পোস্ট করেন সাক্ষী৷ সেখানে সাক্ষী বলেছেন, ‘‘যদি তারা আমাদের ধরতে পারে, নিশ্চয়ই মেরে ফেলবে।’’ অজিতেশ কুমার বলেন,‘‘আজ সকালে একটুর জন্য বেঁচে গিয়েছি। আমরা যে হোটেলে ছিলাম, সেখানে একদল লোক হানা দিয়েছিল।’’ সাক্ষীর স্বামীর আরও অভিযোগ, দলিত হওয়ায় পরিবারের সম্মানরক্ষার্থে তাঁকে বিজেপি বিধায়ক রাজেশ মিশ্র খুনের চেষ্টা করছেন৷

Advertisement

[ আরও পড়ুন: অর্থ তছরূপের অভিযোগ! সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বাড়িতে তল্লাশি সিবিআই-এর]

এই ভিডিওটি নিমেষেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়৷ তাতেই অস্বস্তিতে পড়েছেন বিজেপি বিধায়ক৷ মেয়ের অভিযোগ খারিজ করে দেন তিনি৷ বিধায়ক বলেন, ‘‘আমার মেয়ে প্রাপ্তবয়স্ক, তাই তার বিয়েতে বাধা দিইনি। ছেলেটি সাক্ষীর থেকে অনেকটাই বড়। তার উপর সে ভাল রোজগারও করে না৷ তাই বাবা হিসাবে আমি মেয়ের ভবিষ্যতের কথা ভেবেছিলাম। আমি কারও কখনও ক্ষতি করিনি৷ আমি চাই মেয়ে-জামাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক৷’’ বিরোধী রাজনৈতিক দলের তরফে ভয় দেখিয়ে মেয়েকে দিয়ে এমন ভিডিও তৈরি করিয়েছে বলেও অভিযোগ বিজেপি বিধায়কের৷ তবে আদতে কার দাবি সত্যি, তা জানা যায়নি৷ ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছেন পুলিশ আধিকারিকরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ