Advertisement
Advertisement

Breaking News

Sambit Patra

মোদি সরকার গ্রামে শৌচালয় নির্মাণ করায় বহু রাজ্যে কমেছে ধর্ষণ, দাবি সম্বিত পাত্রর

গ্রামের মহিলাদের শৌচকর্মের জন্য 'ইজ্জতঘর' গড়েছেন মোদি, বলেন সম্বিত।

Sambit Patra Says, Rate of rape down in many states after Modi govt's emphasis on building toilets in villages | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 6, 2022 3:05 pm
  • Updated:June 6, 2022 3:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকায় শৌচালয় নির্মাণ করায় বহু রাজ্যে ধর্ষণ (Rape) কমেছে। রবিবার এমন দাবি করলেন বিজেপির (BJP) জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra)। এছাড়াও এদিন কেন্দ্রের বিজেপি সরকারের গত আট বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন সম্বিত।

রবিবার দিল্লির বিজেপি দপ্তরে নিজের বক্তৃতায় মোদি সরকারের ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরেন সম্বিত পাত্র। দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মেয়েদের স্কুলগুলতে সফর করে, ছাত্রীদের সঙ্গে কথা বলে বুঝতে পারেন স্কুলগুলিতে শৌচালয় না থাকাই গ্রামের মেয়েদের স্কুলছুট হওয়ার অন্যতম কারণ। বিশেষজ্ঞরাও একই কথা বলেছেন, বলেন গেরুয়া শিবিরের মুখপাত্র।

Advertisement

[আরও পড়ুন: যোগী রাজ্যে নির্মম অত্যাচার, গরু চোর সন্দেহে ধৃত যুবককে লক আপে ইলেকট্রিক শক দিল পুলিশ]

নিজের ভাষণে সম্বিত বলেন, গ্রামীণ এলাকায় খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময়েই অধিকাংশ ধর্ষণের ঘটনা ঘটে। এরপরেই সম্বিত দাবি করেন, “সাম্প্রতিককালে অনেক রাজ্যে ধর্ষণের সংখ্যা কমেছে, যেহেতু প্রধানমন্ত্রী ‘ইজ্জতঘরে’র (শৌচালয়) ব্যবস্থা করেছেন।” বলেন, “কেউ ভাবেননি যে একজন প্রধানমন্ত্রী শৌচালয় নিয়ে কথা বলতে পারেন। কিন্তু লালকেল্লা থেকে জনতার উদ্দেশ্যে ভাষণে শৌচালয়ের সমস্যা নিয়ে তিনি কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। গোটা পৃথিবীতে মোদিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি শৌচালয় নিয়ে কথা বলেছেন।” সম্বিত জানান, সরকারি উদ্যোগের ফলে বর্তমানে দেশের ছয় লাখের বেশি গ্রাম উন্মুক্ত শৌচকর্ম মুক্ত হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মেধাবী ছাত্রী থেকে বিজেপির বিতর্কিত নেত্রী, চর্চায় কেজরির কাছে পরাজিত নূপুর শর্মা]

দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে নিজের বক্তৃতায় সম্বিত উল্লেখ করেন, মোদি সরকারের ‘জন ধন’ প্রকল্পে কোভিড মহামারী চলাকালীন ২০ কোটি মহিলা আর্থিক সহায়তা পেয়েছেন। সম্বিত বলেন, “এরাই মোদির নিঃশব্দ সমর্থক তথা ভোটার।” নিজের বক্তব্যে তিনি আরও দাবি করেন, মোদি সরকারের বিগত আট বছরে দেশের রাজনৈতিক পরিভাষায় ‘উপভোক্তা’ শব্দটি যোগ হয়েছে। “আগে জাত-ধর্ম, বংশানুক্রমিক রাজনীতির ভিত্তিতে ক্ষমতায় আসত সরকার। এখন উপভোক্তা ঠিক করেন কাকে ক্ষমতায় আনবেন তিনি।” রবিবার এছাড়াও দুর্নীতির প্রসঙ্গ তুলে কংগ্রেস ও আপকে তীব্র আক্রমণ করেন সম্বিত পাত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ