Advertisement
Advertisement

রোল কলের জবাবে ‘জয় হিন্দ’ বলুক পড়ুয়ারা, নিদান মন্ত্রীর

কোথায় চালু হচ্ছে এই নিয়ম?

Satna schools directed to ensure students answer roll call with 'Jai Hind'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2017 7:36 am
  • Updated:September 13, 2017 7:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা শুরু হওয়ার আগে থিয়েটারে থিয়েটারে জাতীয় সংগীত বাজা বাধ্যতামূলক হয়েছে। মুম্বইয়ের পুরসভা স্কুলগুলিতে বন্দে মাতরম গাওয়ারও নোটিস জারি হয়েছে। তামিলনাড়ুতেও সে নিয়ম জারি হয়েছে। এবার জাতীয়তাবোধের চোখ ফোটাতে আরও একধাপ এগোল দেশ। ছাত্র-ছাত্রীরা রোল কলের জবাবে ইয়েস স্যার বা ম্যামের বদলে বরং বলুক জয় হিন্দ। এমনটাই নিদান মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিজয় শাহর।

ডিভোর্স পেতে ছয় মাসের অপেক্ষা ‘বাধ্যতামূলক নয়’, জানাল সুপ্রিম কোর্ট  ]

Advertisement

এতদিন পর্যন্ত বিভিন্নভাবে রোল কলের জবাব দিয়েছে পড়ুয়ারা। কখনও উপস্থিত, কখনও বা প্রেজেন্ট স্যার বলা হয়। তবে সাধারণত ইয়েস স্যার বা ম্যাম বলেই জবাব দেয় পড়ুয়ারা। কিন্তু এই জবাবকে এবার জাতীয়তাবোধে রাঙিয়ে তুলতে চাইছেন মন্ত্রী। তাঁর দাবি, জবাব যখন দিতেই হবে তখন ইয়েস স্যার, ম্যাম বলার কী দরকার? বরং পডুয়ারা বলুক ‘জয় হিন্দ’। তাতে জাতীয়তাবোধের উন্মেষ হবে শিশু-কিশোর মনে। এ কি তবে আরও একটি নিদান? মন্ত্রীর অবশ্য সাফাই, জাস্ট পরামর্শ।  সে রাজ্যের বেশ কিছু স্কুলে এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করার আবেদন জানিয়েছেন তিনি। তা সফল হলে গোটা রাজ্য জুড়েই একই মডেল চালু করা হতে পারে। এমনকী এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে নির্দেশিকা জারিরও আবেদন জানাবেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ