সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে এক দিনের ধর্মঘট পালন করলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাঁচটি সহযোগী ব্যাঙ্কের প্রায় পঞ্চাশ হাজার কর্মী৷ পাঁচটি সহযোগী ব্যাঙ্ককে এসবিআইয়ের সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার এই ধর্মঘট পালন করা হয়৷
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে পাঁচটি সহযোগী ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ মাইসোর, স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা এবং স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুরকে সংযুক্ত করার প্রস্তাব দেয় এসবিআই কর্তৃপক্ষ৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আন্দোলনে নামেন ব্যাঙ্ককর্মীরা৷ ঋণ ও সম্পদ-সহ এই পাঁচটি ব্যাঙ্ককে অধিগ্রহণ করার সম্ভাবনার কথা গত মঙ্গলবার এসবিআই-এর বোর্ড অফ ডিরেক্টরদের আলোচনায় উঠে আসে৷ এছাড়া প্রথম মহিলা কেন্দ্রিক ব্যাঙ্ক ভারতীয় মহিলা ব্যাঙ্ককেও সংযুক্ত করার প্রস্তাব দেয় এসবিআই কর্তৃপক্ষ৷ সেই সিদ্ধান্তেরও বিরোধিতা করেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন৷ এসবিআই কর্তৃপক্ষও অবশ্য নিজেদের অবস্থানে অনড়৷ নিজেদের প্রস্তাব কেন্দ্রের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই কর্তৃপক্ষ৷ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পাশে এসে দাঁড়িয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস অ্যাসোসিয়েশনও৷ এসবিআই কর্তৃপক্ষের সংযুক্তিকরণের প্রস্তাব কেন্দ্রকে না মানতে অনুরোধ জানিয়েছে এই সংগঠনটি৷ তাই ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিষয়টি আপাতত বিশ বাঁও জলে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.